• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নিশো-মেহজাবিনের ‘তোমার আমার প্রেম’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ অক্টোবর ২০১৮, ১৯:৩৫

গল্পটি গোপা ও নন্দীর। গোপা ও নন্দীর পরিবার একই সাথে থাকে। গোপা পরিবার থাকে একই বাড়ির উপর তলায় আর নন্দীর পরিবার থাকে নিচ তলায়। জন্মের পরপরই গোপা ও নন্দীর পরিবার ঠিক করে গোপা ও নন্দী প্রাপ্তবয়স্ক হলে তাদের বিয়ে দেবে। গোপা আর নন্দী বড় হতে থাকে আর তাদের দুইজনেরও একটু আধটু ভালোবাসার সম্পর্ক তৈরি হতে থাকে।

গোপা ও নন্দীর যখন বিয়ের বয়স ছুঁই ছুঁই তখন গোপার পরিবার ব্যবসায় হুট করে সাফল্য লাভ করে। গোপার পরিবার সিদ্ধান্ত নেয় তারা ঢাকার বিলাসী কোনও এলাকায় চলে যাবে। এর মাঝে গোপার পরিবারের মাঝে একটি পরিবর্তন লক্ষ্য করা যায়। গোপার পরিবার নন্দীর পরিবারকে একটু হেয় চোখে দেখা শুরু করে। তাছাড়া গোপার পরিবার নন্দীর সাথে বিয়ের কথা সম্পূর্ণ না করে প্রত্যাখ্যান করে। গোপা এটি মেনে নিতে পারেনি। গোপা সিদ্ধান্ত নেয় নন্দীকে নিয়ে পালিয়ে যাবে।

কিন্তু নন্দী গোপাকে না করে দেয়। পরিবারের মত ছাড়া নন্দী গোপার সাথে বিয়ে করবে না বলে জানিয়ে দেয়। গোপা বিষয়টি মেনে নিতে না পেরে ডিসিশন নেয় যে সে বিদেশ চলে যাবে। যেই কথা, সেই কাজ। গোপা লন্ডনে চলে যায়। তারপর কেটে যায় ৫ বছর। ৫ বছর পর গোপাকে বাড়ি থেকে ফোন করে জানানো হয়, যে তার বাবা মারা গিয়েছেন।

শ্রাদ্ধের জন্য গোপা আবার দেশে ফিরে আসে। গোপার বাবা মারা যাবার পর নন্দীর পরিবারও সেখানে আসে। এই সূত্রধরে দুই পরিবারের মাঝে আবারও কথাবার্তা শুরু হয়। গোপা দেশ আসার পর, নন্দীর সাথে আবারও দেখা হয়। দুজনের মাঝেই এক ধরনের না বলা ভালোবাসা কাজ করছিল। কিন্তু কিছু পরই গোপা জানতে পারে নন্দীর বিয়ে ঠিক হয়ে গিয়েছে। তাদের মাঝে আর কিছু সম্ভব না।

কিছু দিনের মাঝেই পূজা শুরু হয়ে যায়। পূজার দশমীর দিন নন্দী মন্দিরে যায়। গোপা নন্দীর পিছু নিয়ে মন্দিরে যায়। সেখানে গোপা নন্দীকে সবার সামনে আবারও ভালোবাসা নিবেদন করে নন্দীকে সিঁদুর পরিয়ে দেয়।

এমন একটি গল্প নিয়েই এগিয়ে যায় ‘তোমার আমার প্রেম’। নাটকে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল শুক্রবার (১৯ অক্টোবর) আরটিভিতে প্রচারিত হবে নাটকটি। এটি রচনা ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত।

আরও পড়ুন :

এম/এমকে

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ঈদ এলে সেই পুড়ে যাওয়া কামিজের কথা মনে পড়ে’
একই মঞ্চে নাচবেন মেহজাবীন সাবা ও দীঘি
‘ওমর’র প্রচারণায় রেকর্ড গড়লেন ৯১ তারকা
ঈদে সিয়ামকে নিয়ে ‘ইত্যাদি’র মঞ্চ মাতাবেন মেহজাবীন
X
Fresh