• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পুজোর ছুটিতে হেলিকপ্টারে চড়ে বাগেরহাটে মিম

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ অক্টোবর ২০১৮, ২০:১৩
ছবি: সংগৃহীত

এবারের পুজোর ছুটিতে বাগেরহাটে থাকবেন বিদ্যা সিনহা মিম। এই তথ্য মঙ্গলবারই আরটিভি অনলাইনকে জানিয়েছিলেন তিনি। বুধবার অষ্টমীর সকালে হেলিকপ্টারে চড়ে বাগেরহাটে যান মিম। বিজয়া দশমীর উৎসবে বাগেরহাটে দাদার বাড়িতে থাকবেন এই তারকা।

বাগেরহাটের শিকদার বাড়িতে বাংলাদেশের সবচেয়ে বড় পূজামণ্ডপ বানানো হয়েছে। প্রতিমার সংখ্যার বিচারে এটি শুধু বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশের সর্ববৃহৎ পূজামণ্ডপগুলোর একটি বলা হচ্ছে। আর এই শিকদার বাড়িই অভিনেত্রী মিমের দাদার বাড়ি।

মিম বলেন, ‘আমার মাসির ছেলে লিটন শিকদার প্রতি বছর এই পূজার আয়োজন করেন। এবারও নানা আয়োজনে সেখানে পূজার আনন্দ হবে। ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। সারাদেশ থেকেই অনেকে বেড়াতে আসবেন। এবারের পূজা উদযাপন করবো বাগেরহাটে। দশমীর পর ঢাকায় ফিরবো।’

জানা গেছে, ২০১০ সাল থেকে বাগেরহাটের শিকদার বাড়িতে ব্যক্তি উদ্যোগে দেশের বৃহত্তম দুর্গা পূজার আয়োজন করা হয়। মিমের মাসির ছেলে লিটন শিকদার এই আয়োজনের উদ্যোক্তা।