• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নাট্যব্যক্তিত্ব মমতাজউদ্দীন আহমেদ আইসিউতে

পাভেল রহমান, আরটিভি অনলাইন

  ১৫ অক্টোবর ২০১৮, ২১:০৩
ছবি: সংগৃহীত

রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বরেণ্য নাট্যব্যক্তিত্ব মমতাজউদ্দীন আহমেদ। তাঁকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিউ) রাখা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ সোমবার রাত সাড়ে ৮টায় আরটিভি অনলাইনকে বলেন, ‘আজ সোমবার সকালে মমতাজউদ্দীন আহমেদের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক আইসিউ’তে রাখার পরামর্শ দেন।’

মমতাজউদ্দীন আহমেদ বাংলাদেশের একজন প্রখ্যাত নাট্যকার, অভিনেতা ও ভাষাসৈনিক। স্বাধীনতা উত্তর বাংলাদেশের নাট্য আন্দোলনের অন্যতম পথিকৃত। এক অঙ্কের নাটক লেখায় বিশেষ পারদর্শিতার স্বাক্ষর রেখেছেন। তিনি ১৯৯৭ সালে নাট্যকার হিসেবে একুশে পদকে ভুষিত হন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে খন্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন তিনি। এছাড়া বিভিন্ন সরকারি কলেজে ৩২ বছর বাংলা ভাষা সাহিত্য এবং বাংলা ও ইউরোপীয় নাট্য বিষয়ে শিক্ষকতা করেন।