DMCA.com Protection Status
  • ঢাকা সোমবার, ২২ এপ্রিল ২০১৯, ৯ বৈশাখ ১৪২৬

জন্মদিনে মন খারাপ অমিতাভের

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১১ অক্টোবর ২০১৮, ২০:১৭ | আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ২০:৪৪
বলিউডের সুপারস্টার অমিতাভ বচ্চনের জন্মদিন আজ ১১ অক্টোবর। জন্মদিনের প্রথম প্রহর থেকেই শুভেচ্ছায় ভাসছেন এই অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় তারকা অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু সাধারণ মানুষের শুভেচ্ছা বার্তায় সিক্ত হচ্ছেন।     

এরই মধ্যে টুইটারে ভক্তদের ধন্যবাদও জানিয়েছেন অমিতাভ। জন্মদিন নিয়ে তিনি ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘জন্মদিন নিয়ে বোকার মতো হইচই করার কোনও মানে হয় না। আমার কাছে এই দিনটা আর পাঁচটা দিনের মতোই সাধারণ।’

খবরে আরও বলা হয়, কদিন আগেই অমিতাভের মেয়ে শ্বেতা বচ্চন নন্দার শ্বশুর মারা গেছেন। তার সঙ্গে অমিতাভের ভালো বন্ধুত্ব ছিল। এছাড়া রাজ কাপুরের স্ত্রী কৃষ্ণা রাজ কাপুরের মৃত্যুতেও শোকাহত অমিতাভ বচ্চন।

এসব কারণে নিজের জন্মদিন উদযাপনে একদমই আগ্রহ নেই এই বর্ষীয়ান অভিনেতার। তবে বয়স বাড়লেও নিয়মিতভাবেই শুটিং-এ অংশ নিচ্ছেন তিনি। ভালো ভালো চলচ্চিত্রে কাজ করছেন। মাঝে একটি ছবির শুটিং সেটে অসুস্থ অবস্থাতেও কাজ করেছেন তিনি। অভিনয়ের প্রতি তার আগ্রহ মুগ্ধ করার মতোই।

সামনে বেশ কিছু নতুন সিনেমা নিয়ে হাজির হবেন তিনি। এসব সিনেমার মধ্যে অন্যতম থাগস অব হিন্দোস্তান, ব্রহ্মাস্ত্র, বদলা।

আরও পড়ুন :

এম/এমকে   

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়