• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নটমণ্ডপে ‘দেবতার গ্রাস’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ নভেম্বর ২০১৬, ১৭:২৩

মণিপুরি থিয়েটার আয়োজিত নাট্যমেলায় ২৪ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় মঞ্চায়িত হবে নাটক ‘দেবতার গ্রাস’। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা থেকে মণিপুরি থিয়েটারের প্রযোজনাটির সুর সংযোজন, দৃশ্য পরিকল্পনা ও নির্দেশনায় আছেন শুভাশিস সিনহা। এতে অভিনয় করছেন জ্যোতি সিনহা, স্মৃতি সিনহা, শুক্লা রানী সিনহা, সুশান্ত সিংহ টুটুল, উজ্জ্বল সিংহ, সমরজিৎ, প্রিয়াংকা সিনহা, শ্রাবণী সিনহা, সুজলা সিনহা, অরুণা সিনহা, সমরজিৎ সিংহ।

সঙ্গীত করেছেন শর্মিলা সিনহা। বাদ্যে- সুশান্ত সিংহ, মুক্তিনাথ কৈরী, অঞ্জনা সিনহা, আলোক পরিকল্পনা- সুদীপ চক্রবর্তী, পোশাক পরিকল্পনা- জ্যোতি সিনহা, সেট পরিকল্পনা- আলী আহমেদ মুকুল ও সজল কান্তি সিংহ।

মৌলভীবাজারে কমলগঞ্জ থানার ঘোড়ামারা গ্রামের নটমণ্ডপে নাটকটির প্রদর্শনী হবে। এর আগে মণিপুরি থিয়েটার ২০১২ সালে ‘দেবতার গ্রাস’ নাটকটি প্রথম মঞ্চে নিয়ে আসে।

প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উপলক্ষ্যে মাসব্যাপী বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দেশের অন্যতম নাট্য সংগঠন মণিপুরি থিয়েটার। ‘বিশ্ব তোমায় বাঁধবো এবার আপন অঞ্চলে’ স্লোগান নিয়ে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার ঘোড়ামারা গ্রামে মণিপুরি থিয়েটারের নিজস্ব স্টুডিও থিয়েটার ‘নটমণ্ডপ’ এ চলছে মাসব্যাপী নাট্যমেলা। গেলো ২৭ অক্টোবর নাট্যমেলা উদ্বোধন করেন নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ।

মাসব্যাপী আয়োজনে মূলত সপ্তাহের বৃহস্পতি, শুক্র ও শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ধারাবাহিকভাবে নাটকগুলো মঞ্চস্থ হচ্ছে। মণিপুরি থিয়েটারের ৫টি ও ঢাকার ৬টিসহ মোট ১১টি নাটক মঞ্চস্থ হচ্ছে। বাংলাদেশের অন্যতম নাট্যদল থিয়েটার (নাটক সরণি), ঢাকা থিয়েটার, নাগরিক নাট্য সম্প্রদায়, থিয়েটার আর্ট ইউনিট, মহাকাল নাট্য সম্প্রদায়, প্রাচ্যনাট এবং মণিপুরি থিয়েটারের নাট্যমেলায় নাটক মঞ্চস্থ করছে।

এইচএম/ এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh