• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

সিসিমপুর’র নতুন সিজন শুরু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ অক্টোবর ২০১৮, ১৫:২২
ছবি: সংগৃহীত

‘চলছে গাড়ি সিসিমপুরে’- এই গানটি যখন বেজে ওঠে, তখন টেলিভিশন সেটের সামনে শিশু-কিশোরদের ভিড় জমে যায়। দশ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের গ্রাম থেকে শহরে, এমনটাই হয়ে আসছে। সিসিমপুর যেন হয়ে উঠেছে আমাদের পরিবারেরই অংশ।

শিশু-কিশোরদের মনোজগতের ভিত গড়তে সহযোগিতা করছে সিসিমপুর। হালুম, টুকটুকি, ইকরি, শিকু’রা জনপ্রিয় দেশজুড়ে। সব বয়সী মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে ১০ পেরিয়ে ১১তে পা রাখলো লাখো মানুষের প্রিয় অনুষ্ঠান সিসিমপুর।

রাজধানীর সেগুনবাগিচাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিউটে বৃহস্পতিবার বিকেলে ‘দশ পেরিয়ে এগারো, জয় হবে জয় এবারো’ শিরোনামে উদ্বোধন হয় সিসিমপুরের নতুন সিজনের। কচিকাঁচাদের কলকাকলিতে মুখরিত ছিল অনুষ্ঠানটি। টুকটুকি, হালুম, ইকরি ও শিকু আনন্দ প্রদান করে শিশুদেরকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিসেমী ওয়ার্কশপের নির্বাহী পরিচালক মোহাম্মাদ শাহ আলম, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা(সিইও) সৈয়দ আশিক রহমান, ইউএসএআইডি’র মিশন পরিচালক ডেরিক ব্রাউন, ইফাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ’সহ অনেকে।

সিসেমি ওয়ার্কশপের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহ আলম বলেন, ‘এবার আরও যত্ন নিয়ে তৈরি হচ্ছে সিসিমপুরের নতুন সিজন। বাংলাদেশি শিশুদের শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সিসিমপুর।’

আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা(সিইও) সৈয়দ আশিক রহমান বলেন, ‘যারা বিভিন্ন সময় এই অনুষ্ঠানটিকে পৃষ্ঠপোষকতা করছেন তাদেরকে ধন্যবাদ জানাই। অভিভাবকদের ধন্যবাদ জানিয়ে বলবো, তাদের পরামর্শ আমাদের সঙ্গে সব সময়ই থাকবে। আমরা আরও সুন্দর সিমিমপুর দেখতে চাই।’

ইউএসএআইডি-এর মিশন পরিচালক ডেরিক ব্রাউন বলেন, ‘আমরা খুব আনন্দিত যে, সিসিমপুর ইউএসএআইডি-এর বিভিন্ন ডেভেলমেন্টাল অবজেকটিভকে শিশুদের কাছে তাদের উপযোগী করে পৌঁছে দিচ্ছে। সিসিমপুর পুষ্টি, পানি বিষয়ক নিরাপত্তা, জীববৈচিত্র্য, ও বন্ধুত্ব এমনভাবে উপস্থাপন করে থাকে যা শিশুরা সহজেই বুঝতে পারে ও মজার সাথে শিখতে পারে।'

ইফাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ বলেন, ‘এ ধরণের আয়োজনে ইফাদ গ্রুপ সব সময় পৃষ্ঠপোষকতা করবে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’

ইউএসএআইডি’র সার্বিক তত্ত্বাবধানে সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশে সিসিমপুর অনুষ্ঠানটি তৈরি করছে। ‘সিজন-৬’ থেকে সিসিমপুর প্রচার হচ্ছে দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আরটিভির পর্দায়। সপ্তাহের প্রতি শুক্র, শনি ও মঙ্গলবার বিটিভিতে এবং শুক্র, সোম ও বুধবার আরটিভিতে সিসিমপুর প্রচার হচ্ছে।

আরও পড়ুন :

পিআর/এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২০ বছরে সিসিমপুর
ইন্টারনেটে শিশুদের নিরাপদ থাকতে শেখাবে সিসিমপুর
শুরু হচ্ছে সিসিমপুরের নতুন মৌসুম, সিজন ১৬ 
বসন্ত এসে গেছে
X
Fresh