• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

টিকিটের বিনিময়ে ‘আলাপন’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ অক্টোবর ২০১৮, ১১:৫০
ছবি: সংগৃহীত

স্বাধীন বাংলাদেশে ৪৬ বছর আগে টিকিটের বিনিময়ে নিয়মিত নাট্য প্রদর্শনীর সূচনা হয়। কিন্তু টিকিটের বিনিময়ে আড্ডা অনুষ্ঠান খুব বেশি হতে দেখা যায়নি। টিকিট কেটে কেউ আলোচনা শুনতে যাবে, এটা যেন এখনো অলীক কল্পনা।

এবার ব্যতিক্রম এক আড্ডার অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে মঞ্চ নাটকের নির্দেশকদের সংগঠন ‘থিয়েটার ডিরেক্টরস ইউনিটি’।

রাজধানীর নাটক সরণির (বেইলি রোড) মহিলা সমিতি মিলনায়তনে শুক্রবার (৫ অক্টোবর) সকাল ১০টায় ‘আলাপনে নাসিরউদ্দিন ইউসুফ ও মামুনুর রশীদ’ শিরোনামে একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

থিয়েটার ডিরেক্টরস ইউনিটির সমন্বয়কারী অনন্ত হিরা জানান, ‘অনুষ্ঠানটি মূলত- তিন প্রজন্মের নাট্যকার, নির্দেশক, নাট্যজন ও দর্শকের একটি মিলনমেলা। এই আলাপন অনুষ্ঠানের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা।

অনন্ত হিরা বলেন, ‘ নাসিরউদ্দিন ইউসুফ ও মামুনুর রশীদ শিল্প ও নাট্য আন্দোলনের নানা দিক নিয়ে এই অনুষ্ঠানে কথা বলবেন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন প্রজন্মের নাট্যকার, নাট্যনির্দেশক ও দর্শক এই দু’জন নাট্যব্যক্তিত্বকে প্রশ্ন করে তাদের নাট্য জীবন ও সৃজনশীল কাজের নানা দিক সম্পর্কে জানতে পারবেন।

আরও পড়ুন :

পিআর/এসআর

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্কুলছাত্র মামুনুর রশীদ, সহপাঠী চঞ্চলপুত্র!
বরেণ্য অভিনেতা মামুনুর রশীদের ৭৬তম জন্মদিন আজ
জাতীয় পার্টি থেকে জি এম কাদের ও চুন্নুকে অব্যাহতি
X
Fresh