• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

আবারও মঞ্চে আসছে ‘সঙক্রান্তি’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৬:১৪
‘সঙক্রান্তি’ নাটকের দৃশ্যে আ খ ম হাসান, মোমেনা চৌধুরী ও চঞ্চল চৌধুরী। ছবি: সংগৃহীত

আবারও মঞ্চে আসছে আরণ্যকের সাড়া জাগানো নাটক ‘সঙক্রান্তি’। প্রায় ছয় বছর পর নাটকটির প্রদর্শনী হবে বলে আরণ্যক সূত্রে জানা গেছে। ২০০১ সালে নাটকটি প্রথম মঞ্চে আসে। এরপর নিয়মিত মঞ্চায়নে দর্শক নন্দিত হয় নাটকটি।

রাজধানীর সেগুনবাগিচাস্থ জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে আগামী ২৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে নাটক ‘সঙক্রান্তি’। এই নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন মামুনুর রশীদ। এদিন নাটকটির ১২৩তম প্রদর্শনী হবে।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন- আ খ ম হাসান, মোমেনা চৌধুরী, কৌশিক সাহা, রানা, সাজ্জাদ সাজু, শামীম জামান, শাহ আলম দুলাল, আরিফ হোসেন আপেল, আমানুল হক হেলাল, পরিমল মজুমদার, মামুনুর রশীদ, দিলু মজুমদার, মাহফুজ, অয়ন ঘোষ, কামরুল হাসান, মুগ্ধ, জাহিদ, পারভেজ, তাজু প্রমুখ।

নাটকটির মঞ্চ পরিকল্পনা করেছেন ফয়েজ জহির ও চঞ্চল চৌধুরী। আলোক পরিকল্পনায় ঠান্ডু রায়হান ও তারিক মাহাবুব রুশো। রূপসজ্জায় নুরুল হক ও মোহাম্মদ আলী বাবুল।

এছাড়া আবহসঙ্গীত পরিকল্পনা করেছেন পরিমল মজুমদার ও উত্তম চক্রবর্তী। বাদ্যযন্ত্রী হিসেবে আছেন পরিমল মজুমদার, আমিনুল হক, অয়ন ঘোষ ও উত্তম চক্রবর্তী। নেপথ্য কণ্ঠ আমিনুল হক ও পরিমল মজুমদার। দ্রব্যসামগ্রী আপেল, কামরুল, অয়ন ও বাপ্পা।



আরও পড়ুন :

পিআর/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চৈত্র সংক্রান্তি আজ
X
Fresh