• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

‘জন্মভূমি চলচ্চিত্রে উঠে এসেছে দেশহীন এক নারীর কথা’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ সেপ্টেম্বর ২০১৮, ২২:৫৯
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সৈয়দ আশিক রহমান।

বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো প্রসূন রহমান নির্মিত ‘জন্মভূমি (দ্য বার্থ ল্যান্ড)’ চলচ্চিত্রের প্রিমিয়ার শো। সোমবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর তেজগাঁও এর বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে ছবিটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বেঙ্গল মাল্টিমিডিয়া লি. (আরটিভি)-এর ব্যানারে নির্মিত চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আশিক রহমান।

তিনি বলেন, ‘সাম্প্রতিক বিশ্বে রোহিঙ্গা সমস্যা সবচেয়ে আলোচিত একটি বিষয়। মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘জাতিগত নিধনযজ্ঞ’ শুরু হওয়ায় বাংলাদেশে টর্নেডো গতিতে তাদের আগমন ঘটে। এতে রোহিঙ্গা ইস্যুটি আজ আন্তর্জাতিক মহলে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।’

আরটিভির প্রধান নির্বাহী (সিইও) সৈয়দ আশিক রহমান আরও বলেন, ‘দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশহীন মানুষ বলে পরিচিত রোহিঙ্গা জাতি বর্তমান বিশ্বের সবচেয়ে নির্যাতিত সংখ্যালঘু জনগোষ্ঠী। রাখাইন রাজ্যে মিয়ানমারের সরকারি বাহিনী এবং রাখাইন বৌদ্ধদের রোহিঙ্গা নির্যাতনের ঘটনা এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দাবি করেছে, রোহিঙ্গা নিধনের জন্য মিয়ানমার ‘স্কর্চড আর্থ’ (পোড়ামাটি) নীতি গ্রহণ করেছে। বিশ্ববাসীর কাছে আজ স্পষ্ট হয়েছে, রোহিঙ্গা সমস্যা মায়ানমারের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চলে আসা একটি জাতিগত নিধন। ’

‘গণমাধ্যম হিসেবে আরটিভি এই দেশহীন মানুষেগুলোর জন্য প্রতিদিন সংবাদ, প্রতিবেদন, তথ্যচিত্র প্রচার করছে। এর পাশাপাশি আমরা আমাদের সীমিত সামর্থ নিয়ে একাধিকবার দুর্গতদের মাঝে খাদ্যদ্রব্য’সহ ব্যবহারিক ত্রাণ-সামগ্রী বিতরণ করেছি।’- বললেন সৈয়দ আশিক রহমান।

তিনি বলেন, ‘এসব করতে গিয়ে আমরা লক্ষ্য করেছি, এই বিশাল জনগোষ্ঠির মধ্যে প্রচুর প্রতিবন্ধী শিশু রয়েছে। আরটিভি এই সব প্রতিবন্ধী শিশুর বর্তমান অবস্থা ও তাদের জন্য কী কার্যক্রম নেয়া হয়েছে তা নিয়ে আমাদের নিয়মিত অনুষ্ঠান ‘হাত বাড়িয়ে দিলাম’ প্রচার করছি। যা প্রতি বুধবার বিকাল ৫:২০ মিনিটে প্রচার হয়ে থাকে।’

‘এ ধরণের মানবিক বিপর্যয়ে সব থেকে ক্ষতিগ্রস্থ হয় নারী ও শিশু’- এমনটা উল্লেখ করে আরটিভির সিইও বলেন, ‘এইসব হতভাগ্য রোহিঙ্গা নারীদের জীবনে রয়েছে আলাদা আলাদা হৃদয়বিদারক গল্প। ‘জন্মভূমি’ চলচ্চিত্রটিতে উঠে এসেছে তেমনি এক নারীর কথা। যে অন্তসত্বা। কিন্তু সে দৃঢ় প্রতিজ্ঞ, সে তার সন্তানকে জন্ম দিতে চায় তার নিজ ভূখন্ডে, তার নিজের দেশে।’

সৈয়দ আশিক রহমান বলেন, ‘বেঙ্গল মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই চলচ্চিত্রটির পরিচালক প্রসুন রহমানকে। সেই সাথে, এর সকল কলাকুশলী, অভিনয় শিল্পীদেরকে। আরটিভি মনে করে আন্তর্জাতিকভাবে এই চলচ্চিত্রটি প্রদর্শিত হলে, সংবেদনশীল বিশ্ব জনমতকে প্রভাবিত করা যাবে।’

‘জন্মভূমি’ চলচ্চিত্রের প্রিমিয়ার শো’তে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আরও উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত এম জমির, সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান, ইউএস অ্যাম্বেসির পাবলিক অ্যাফেয়ার্স অফিসার নিকোলাস পেপ, ইউএস অ্যাম্বেসির ইনফরমেশন অফিসার জে জে জোরিয়া, সিআরআই-এর ঢাকা ব্যুরোর চীফ করেসপন্ডেন্ট মিস. আনন্দী, জাপান অ্যাম্বেসির পাবলিক রিলেশন অ্যান্ড কালচারাল সেকশনের প্রধান মাচিকো ইয়ামামুরা প্রমুখ।

এছাড়া অভিনেত্রী জয়া আহসান, নির্মাতা সালাউদ্দিন লাভলু, গোলাম সোহরাব দোদুল, দীপঙ্কর দীপন, চিত্রনায়ক বাপ্পি এবং আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব, ক্রিয়েটিভ ডিরেক্টর সৈয়দা মুনিরা ইসলাম, উপ বার্তা প্রধান মামুনুর রহমান খানসহ চলচ্চিত্রটির অভিনয়শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, সায়রা আক্তার জাহান, সংগীতা চৌধুরী, অঙ্কন চাকমা, জয়নাল জ্যাক, পামেলা কেচার, নাসির উদ্দিন’সহ আরও অনেকে।

আরও পড়ুন :

পিআর/এমকে

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সৈয়দ আশিক রহমানের ‘প্রেম পুরাণ’ উপন্যাসের মোড়ক উন্মোচন
X
Fresh