• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

শ্যামল-ঊর্মিলার ‘মোহমায়া’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৫১

জয় একজন সাইক্রিয়াটিস্ট। তার স্ত্রী মিতু। মেয়েটি বেশ শান্ত স্বভাবের। তারা দুজন স্বাভাবিক দাম্পত্য জীবন-যাপন করতে থাকে। মিতুর প্রতিটি ব্যাপারই জয় গুরুত্ব দেয়। মিতুও জয়ের সঙ্গে তার সম্পর্কের ব্যাপারে খুব সচেতন।

হঠাৎ হাসান নামের এক মানসিক রোগী জয়ের কাছে আসে। জয় হাসানের চিকিৎসা করতে থাকে। চিকিৎসা চলাকালীন সময়ে জয় ও হাসানের মাঝে একধরনের ঘনিষ্ঠতা তৈরি হয়। হাসান আসার কারণে জয় ও মিতুর দাম্পত্য জীবনে একটি অজানা গল্পের সূত্রপাত ঘটে। এমনই একটি গল্প নিয়ে নির্মিত হচ্ছে একক নাটক ‘মোহমায়া’।

নাটকটির গল্প লিখেছেন শুভ্র শরখেল। নাটকটি নির্মাণ করছেন আর কে সরকার। এতে প্রধান চরিত্রে রূপদান করেছেন শ্যামল মাওলা ও ঊর্মিলা শ্রাবন্তী কর। আরও রয়েছেন এফ এস নাঈম।

নাটকটি সম্পর্কে শ্যামল মাওলা বলেন, ‘নাটকটির গল্প খুবই চমৎকার। গল্পটি শোনার পর মনে হয়েছে বর্তমান সময়ের গতানুগতিক ধারার চেয়ে ভিন্ন কিছু দর্শক উপভোগ করতে পারবে।’

ঊর্মিলা শ্রাবন্তী কর বলেন, ‘নাটকটির গল্পটা অসাধারণ। পরিচালকও খুব যত্ন নিয়ে কাজটি করছেন। শ্যামল ভাইয়ের সঙ্গে কাজ করতে সব সময় ভালো লাগে। নাটকটি দর্শকদের একটু হলেও ভাবাবে।’

জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টায় ‘মোহমায়া’ নাটকটি দেখানো হবে।

আরও পড়ুন :

এম/পিআর

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১০০ হলে মুক্তি পাবে ‘ডেডবডি’
থানচিতে গোলাগুলির মধ্যে আটকা শ্যামল মাওলাসহ শুটিং ইউনিট
অভিনেত্রী থেকে নেত্রী হতে মনোনয়ন কিনলেন ঊর্মিলা
X
Fresh