• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নওশাবার ‘পলাতক মুহূর্ত’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩৬
ছবি: সংগৃহীত

আরিয়ান ও আরমিনের সুখের সংসার। নানা রকম খুনসুটি, হাসিকান্নায় আর রোমান্সে ভরপুর তাদের জীবন। হঠাৎ করেই উদ্ভূত এক বায়না ধরে নওশাবা। হারিয়ে যায় সজলের জীবন থেকে। অনেক খুঁজে পাওয়া যায় তাকে। কিন্তু এ এক অন্য নওশাবা! এরপর গল্প মোড় নেয় অন্যদিকে।

এমন গল্প নিয়েই নির্মিত হয়েছে নাটক ‘পলাতক মুহূর্ত’। এটি লিখেছেন শরীফ সুজন, পরিচালনা করেছেন ফায়জুল রথি। চিত্রগ্রহণে ছিলেন এস আর নিহাদ।

এই নাটকে অভিনয় করেছেন সজল, নওশাবা, হাবিব বাহার, ইন্দ্রানী ঘটক, মুকুল আব্দুল কাইউম, সুতপা বড়ুয়া প্রমুখ।

নাটকটির পরিচালক বলেন, সব ধরণের দর্শকের কথা চিন্তা করেই নির্মাণ করা হয়েছে নাটকটি। এতে দর্শক ভিন্ন স্বাদ পাবে। পুরোটা নাটক জুড়েই থাকবে একটি চাপা উত্তেজনা। যা দর্শক উপভোগ করবেন। শুক্রবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯ টা ০৫ মিনিটে এনটিভির পর্দায় দেখা যাবে নাটক ‘পলাতক মুহূর্ত’।

সম্প্রতি নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন মডেল ও অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। বর্তমানে তিনি জামিনে মুক্ত রয়েছেন।



আরও পড়ুন :

পিআর/এসএস

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh