• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সোনালির মৃত্যু গুজব ছড়ালেন বিজেপি নেতা

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৫:১১

বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রের মৃত্যুর গুজব ছড়িয়ে বিপাকে পড়েছেন বিজেপি বিধায়ক রাম কদম। নায়িকাকে নিয়ে ভুল তথ্য শেয়ার করার সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়লেন তিনি।

টুইটারে রাম কদম লিখেছেন, ‘সোনালি বেন্দ্রে ইজ নো মোর’। গতকাল শুক্রবার রাম কদম টুইটারে একটি হোয়াটস্অ্যাপ মেসেজের স্ক্রিন শট শেয়ার করেছিলেন। তাতে লিখা ছিল, ‘ হিন্দি এবং মারাঠি ছবির অভিনেত্রী সোনালি বেন্দ্রে, তিনি আর নেই।’ এরপরই তাকে ব্যাঙ্গ করা সবাই পোস্ট দিতে শুরু করেন। অবশেষে ওই নেতা পোস্টটি সরিয়ে নেন।

পরে রাম কদম আরও একটি টুইটে লেখেন, ‘সোনালি বেন্দ্রে সম্পর্কে যে তথ্য ছড়িয়েছে তা গুজব। গত দু’দিন ধরে আমি ঈশ্বরের কাছে তার দ্রুত আরোগ্য কামনা করছি।’

গেল কয়েক মাস ধরে নিউ ইয়র্কের একটি হাসপাতালে তার ক্যানসারের চিকিৎসা চলছে। বর্তমানে ভয়-ব্যথা, পাশাপাশি অনিশ্চয়তায় জীবন কাটছে তার।

উল্লেখ্য, চলতি বছরের ৪ জুলাই ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়টি টুইটারের মাধ্যমে জানিয়েছিলেন সোনালি। তখন থেকেই নিউ ইয়র্কের একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে।

আরও পড়ুন :

এম/এমকে

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh