• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জাহিদ-তিশার ‘মিসটেক’ (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৪২
‘মিসটেক’ টেলিফিল্মের ‍দৃশ্যে জাহিদ হাসান ও তিশা।

রাশেদ ও নাফিসা সুখী দম্পতি। রাশেদ অফিসে যায়, নাফিসা ঘর সামলায়। তাদের সুখের জীবনে হানা দিতে থাকে কিছু অনাকাঙ্খিত মানুষ। অনেকেই বাসা ভাড়া নেয়ার জন্য মাঝে মাঝে আসতে থাকে। হুটহাট কলিংবেল বাজতে থাকে আর মেজাজ ক্ষিপ্ত হতে থাকে রাশেদের। রাশেদের সন্দেহ জাগে তার বউয়ের উপর।

হঠাৎ একজন মেয়ে বাসা ভাড়ার জন্য আসলে নাফিসাও রাশেদকে সন্দেহ করা শুরু করে। একপর্যায়ে তারা একে অপরকে ডিভোর্স দেবে বলে সিদ্ধান্ত নেয়। কী হয় তারপর? এমন গল্প নিয়েই নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘মিসটেক’।

ঈদের দ্বিতীয় দিনগত রাত ১১টা ৪৫ মিনিটে আরটিভিতে প্রচার হয় এই টেলিফিল্মটি। রচনায় মেহরাব জাহিদ, পরিচালনা করেছেন জাকিউল ইসলাম রিপন। অভিনয় করেছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, নয়ন, নিকুল কুমার মণ্ডল প্রমুখ।

-------------------------------------------------------
আরও পড়ুন : আবারও আমেরিকার ৫ শহরে ‘স্বপ্নজাল’
-------------------------------------------------------

নাটকটি এখন দেখা যাচ্ছে ইউটিউব চ্যানেল আরটিভি ড্রামা’তে। ঈদের এই বিশেষ টেলিফিল্মটি অনলাইনে বসে দেখে নেয়া যেতে পারে।

এবারের ঈদ-উল-আজহা উপলক্ষে আটদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা সাজিয়েছিল দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি। এই আয়োজনে ৭ পর্বের তিনটি ধারাবাহিক, ৭টি এক খণ্ডের নাটক, ৭টি টেলিফিল্ম এবং লাক্স ও গ্রামীণফোন নিবেদিত আরও ১৪টি নাটক প্রচারিত হয়। তার পাশাপাশি প্রচার হয় বিশেষ অনুষ্ঠান।

‘মিসটেক’ দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

আরও পড়ুন :

পিআর/এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh