• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

তিন বাংলার ছবি ‘শ্যাওলা’

ফারজানা সুলতানা

  ২৫ জুলাই ২০১৬, ১১:৩০

তিন অঞ্চলের মানুষের সমন্বিত প্রয়াসে ‘শ্যাওলা’ হবে তিন বাংলার ছবি। রোববার রাজধানীর একটি হোটেলে ছবিটির মহরত অনুষ্ঠানে চিত্র নায়ক ফেরদৌস একথা বলেন।

ছবির দুই প্রযোজক বাবুল আকতার ববি এবং মোঃ রাজ এর বসবাস লন্ডনের বাংলা টাউনে। কলকাতার অভিনেত্রি পায়েল চ্যাটার্জি এবং বাংলাদেশের যুগল পরিচালক এহসান চৌধুরি ও ছাইব বাপ্পি কাজ করবেন ছবিটিতে।

এ ব্যাপারে ফেরদৌস বলেন, বাংলা ছবির উন্নতির জন্য এগিয়ে আসছেন সবাই। যার প্রমাণ এ ছবির প্রযোজকদ্বয়।

নির্মাতা বাপ্পী এবং এহসান জানান, ‘শ্যাওলা ছবিটি বাণিজ্যিক নয়, সম্পূর্ণ আর্ট ফিল্ম ধরণের। সমাজে একজন নারীর প্রতিকুল পরিস্থিতি ফুটে উঠবে এই ছবিতে। একই সঙ্গে পুরুষ শাসিত সমাজে কুসংস্কারের ভয়াবহতা ও সমাজের নানা অসংগতি তুলে ধরা হবে।’

পায়েল চ্যাটার্জি বলেন,‘বাংলাদেশের মত কলকাতায়ও ফেরদৌস সমানভাবে জনপ্রিয়। তার সঙ্গে কাজ করতে যাচ্ছি। খুব ভাল লাগছে। বাংলাদেশের দর্শকরা আমাকে গ্রহণ করবে বলে আশা করছি।’

মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরিসহ ছবির সঙ্গে সম্পৃক্ত অনেকে।

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh