• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

আব্দুল জব্বারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ আগস্ট ২০১৮, ১২:৪৭
ছবি: সংগৃহীত

‘সালাম সালাম হাজার সালাম’ এই গানটি শোনা মাত্রই যার মুখচ্ছবি চোখের সামনে ভেসে উঠে তিনি কিংবদন্তি শিল্পী আব্দুল জব্বার। বরেণ্য এই শিল্পীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। ২০১৭ সালের ৩০ আগস্ট শেষনিঃশ্বাস ত্যাগ করেন স্বাধীন বাংলার বেতার কেন্দ্রের এ শিল্পী।

গতকাল বুধবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে শিল্পী আবদুল জব্বারকে নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ম্যাজিশিয়ান’স ফেডারেশন অব বাংলাদেশ।

আলোচনায় অংশ নেন শিল্পী আবদুল জব্বারের স্ত্রী হালিমা জব্বার, তার কন্যা জেসমিন জব্বার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, কবি কাজী রোজী, শিল্পী খুরশিদ আলম প্রমুখ।

সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি এম এ রব। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক এ এইচ রানা। আয়োজনের শুরুতেই শিল্পী আবদুল জব্বারের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।