মিতুর ‘হবে না মিলন’
আরটিভি অনলাইন রিপোর্ট
| ২৮ আগস্ট ২০১৮, ১৭:৩৮ | আপডেট : ২৮ আগস্ট ২০১৮, ১৭:৪৭

ছবি সংগৃহীত
আরও পড়ুন: দেবী’র মুক্তি পেছানোর কারণ জানালেন জয়া
------------------------------------------------------- এই গানেই দেখা যাবে মিতুকে। তার বিপরীতে আছেন মডেল-অভিনেতা এ কে আজাদ। খালেদ মুন্না নিজেও উপস্থিত রয়েছেন ভিডিওতে। কণ্ঠশিল্পী খালেদ মুন্না বলেন, ‘সেই ছোটবেলা থেকে গান করছি। গান নিয়ে দীর্ঘদিন উন্মাতাল থেকেছি। সবার কাছ থেকে পাওয়া অনুপ্রেরণা আর নিজের ভেতরের সুপ্ত তাগিদ থেকেই এখনো গান করছি, করে যেতে চাই। ‘হবেনা মিলন’ গানটি একজন প্রেমিক হৃদয়ের আর্তনাদের গান। গানের সঙ্গে মিল রেখে হৃদয়স্পর্শী গল্পে গানটির ভিডিও নির্মিত হয়েছে। সাধ্যের সবটুকু সামর্থ্য দিয়ে গানটি করার চেষ্টা করেছি। কতটা পেরেছি তা শ্রোতারাই বলবেন। তবে আমার বিশ্বাস শ্রোতা-দর্শকদের ভালো লাগবে। আগামী ৩০ আগস্ট ইউটিউবে প্রকাশিত হবে গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে। এম/পিআর