টালিউড নায়িকাদের ডাকনাম জানেন কি?
বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
| ২৬ আগস্ট ২০১৮, ১৩:২২ | আপডেট : ২৬ আগস্ট ২০১৮, ১৩:৩৬

ছবি: সংগৃহীত
আরও পড়ুন : আলতাফ মাহমুদ পদক পাচ্ছেন হাসান ইমাম ও ফেরদৌসী মজুমদার
------------------------------------------------------- অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের ডাকনাম ‘ভেবলি’। এই নাম এখন অনেকেই জানেন। ফলে ব্যক্তিগত এবং পেশাগত জীবনেও অনেকেই তাকে এই নামেই ডাকেন। বিষয়টি খুব উপভোগ করেন তিনি। বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি বলে জন্মসূত্রেই তারকাখ্যাতি পেয়েছেন রাইমা সেন। পরবর্তী সিনেমায় অভিনয় করেও নজর কেড়েছেন তিনি। রাইমা সেনের ডাকনাম ‘ডলস’। কেউ কেউ তাকে ডলি বলেও ডাকেন। রাইমার মা মুনমুন সেন তাকে আদর করে ‘ডুলু’ নামে ডাকেন। চিত্রনায়িকা পাওলি দামকে অনেকে ডাকেন ‘পাও’ বলে। মূলত পাওলিকে ছেঁটে দিয়ে কেউ কেউ এই ‘পাও’ নাম দিয়েছেন। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ‘চুমকি’ নামেই নাকি ডাকতেন তার বাবা। অভিনেত্রী পায়েল সরকারের ডাকনাম ‘পিউ’। তিনি নিজেও এই নাম বেশ পছন্দ করেন। আরও পড়ুন : পিআর/পি