সাড়া জাগিয়েছে আসিফ-আঁখির ‘ওরে পাখি’ (ভিডিও)
আরটিভি অনলাইন রিপোর্ট
| ২৫ আগস্ট ২০১৮, ১৬:৪১ | আপডেট : ২৫ আগস্ট ২০১৮, ১৬:৫৬

‘ওরে পাখি’ গান ভিডিওতে আসিফ আকবর ও আঁখি আলমগীর।
আরও পড়ুন : সাড়া জাগাতে পারেনি ঈদের ৩ সিনেমা
------------------------------------------------------- তিনি আরও বলেন, রোমান্টিক ধাঁচের গান ‘ওরে পাখি’। সুহৃদ সুফিয়ান গানের কথামালা সুন্দর করে সাজিয়েছেন। জুয়েল মোর্শেদের সঙ্গীত আয়োজনও অসাধারণ। সেই সঙ্গে বাড়তি পাওয়া হিসেবে আছে আঁখি আলমগীর। শ্রোতাদের আমি বলবো বাংলা গান শুনুন, বাংলা গানের সঙ্গে থাকুন। শুধু আমার গান নয়, দেশের নতুন পুরনো সবার গান উপভোগ করুন। আঁখি আলমগীর বলেন, আসিফ ভাইয়ের সঙ্গে আমার বেশ কিছু গান শ্রোতারা পছন্দ করেছেন। এই গানটিও সুন্দর। নতুন গান-ভিডিও সবার ভালো লাগবে বলে আশা করছি। আরও পড়ুন : পিআর/পি