logo
  • ঢাকা সোমবার, ২৬ আগস্ট ২০১৯, ১১ ভাদ্র ১৪২৬

ঈদের চতুর্থ দিনে আরটিভির আয়োজন

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ২৪ আগস্ট ২০১৮, ১৭:৩৪ | আপডেট : ২৪ আগস্ট ২০১৮, ১৭:৫১
‘লাক ভেলকি লাগ' নাটকের দৃশ্যে চঞ্চল চৌধুরী ও তিশা।
ঈদ-উল-আজহা উপলক্ষে আটদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা সাজিয়েছে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি। ঈদের আগের দিন থেকে বিশেষ অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ নিয়েছে চ্যানেলটি।

bestelectronics
এই আয়োজনে ৭ পর্বের তিনটি ধারাবাহিক, ৭টি এক খণ্ডের নাটক, ৭টি টেলিফিল্ম এবং ৭ দিনব্যাপী মোশাররফ করিম উৎসবে ৭টি একক নাটক প্রচার হচ্ছে। এছাড়া লাক্স ও গ্রামীণফোন নিবেদিত আরও ১৪টি নাটক প্রচারিত হচ্ছে চ্যানেলটিতে। তার পাশাপাশি প্রচার হচ্ছে বিশেষ অনুষ্ঠান।

ঈদের চতুর্থদিন (২৫ আগস্ট) শনিবার সকাল ১০টা ৫মিনিটে প্রচার শুরু হবে ‘সিসিমপুর’। ১০টা ৪০মিনিটে প্রচার শুরু হবে বাংলা ছায়াছবি ‘চ্যালেঞ্জ’। এতে অভিনয় করেছেন শাকিব খান, সাহারা প্রমুখ। দুপুর ২টা ১৫ মিনিটে প্রচার শুরু হবে বাংলা ছায়াছবি ‘স্বপ্নের ঠিকানা’। অভিনয় করেছেন সালমান শাহ্, শাবনূর প্রমুখ।

-------------------------------------------------------
আরও পড়ুন :বিপাকে সালমান খান
-------------------------------------------------------

 

বিকেল ৫টা ২০মিনিটে প্রচার শুরু হবে কমেডি অনুষ্ঠান ‘ফান ডট কমকম’। অংশগ্রহণে আবু হেনা রনি, আনোয়ার আলম সজল, শাওন মজুমদার, পাভেল ও সাবা। প্রযোজনা করেছেন সাইদ হাসান আকাশ। 

সন্ধ্যা ৬টায় প্রচার শুরু হবে ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘আদর্শ স্বামী’। রচনায় সাজিন আহমেদ বাবু, পরিচালনা করেছেন মিলন ভট্টাচার্য্য। অভিনয় করেছেন জাহিদ হাসান, অপর্ণা ঘোষ, কাজী উজ্জ্বল, শিখা খান মৌ, নিকুল কুমার মণ্ডল, স্বর্ণা প্রমুখ।

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে আগের ধারাবাহিকতায় এবারও আরটিভির পর্দায় প্রচার হচ্ছে ‘মোশাররফ উৎসব’। সাতদিনব্যাপী মোশাররফ উৎসব প্রচার শুরু হচ্ছে ঈদের দিন থেকে সপ্তমদিন পর্যন্ত প্রতিদিন রাত ৭টা ৫মিনিটে।

-------------------------------------------------------
আরও পড়ুন :আলিয়ার সঙ্গে বিয়ে নিয়ে কী বললেন রণবীর?
-------------------------------------------------------

‘মোশাররফ উৎসব’-এ ঈদের চতুর্থ দিন রাত ৭টা ৫মিনিটে প্রচার শুরু হবে নাটক ‘ব্ল্যাক লাইট’। রচনা ও পরিচালনা করেছেন আলম আশরাফ। অভিনয় করেছেন মোশাররফ করিম, তারিন প্রমুখ।

রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘হোয়াট ইজ লাভ’। রচনা ও পরিচালনা করেছেন সাফায়েত মনসুর রানা। অভিনয় করেছেন জন কবির, অপর্ণা ঘোষ, মিশু সাব্বির, সোনিয়া হোসেন, ইরফান সাজ্জাদ, সাবিলা নূর, সাফায়েত মনসুর রানা প্রমুখ।

রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে একক নাটক ‘লাক ভেলকি লাগ'। নাট্যরূপ দিয়েছেন শাহজাহান সৌরভ। কাহিনি ও পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা প্রমুখ।

রাত ৯টা ৩৫মিনিটে প্রচার হবে ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘মাহিনের রূপবান বিয়ে’। রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান। অভিনয় করেছেন মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, নাদিয়া নদী, আ খ ম হাসান, ফারুক আহমেদ প্রমুখ।

-------------------------------------------------------
আরও পড়ুন :প্রিয়াঙ্কার বিয়ে নিয়ে জ্যোতিষীর কথাই সত্যি হলো
-------------------------------------------------------

রাত ১১টা ৫মিনিটে প্রচার হবে গ্রামীণফোন নিবেদিত এই সময়ের গল্প ‘একদিন বৃষ্টিতে বিকেলে’। পরিচালনা করেছেন সাজ্জাদ সনি। অভিনয় করেছেন এফএস নাঈম, উম্মে আদিবা প্রমুখ।

 

রাত ১১টা ৪৫মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘মকবুল এখন’। রচনা ও পরিচালনা করেছেন মীর সাব্বির। অভিনয় করেছেন মীর সাব্বির, শবনম ফারিয়া প্রমুখ।

আরও পড়ুন :

পিআর/পি

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়