• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

ঈদ উৎসবে মঞ্চে ‘জবর আজব ভালোবাসা’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ আগস্ট ২০১৮, ১৫:০৯
ছবি: সংগৃহীত

ঈদের ছুটির পরপরই আবারও জমজমাট হবার অপেক্ষায় ঢাকার নাটকপাড়া। ঈদের ছুটি কাটিয়ে জাতীয় নাট্যশালায় বাতি জ্বলবে আগামী ২৬ আগস্ট। এদিন সন্ধ্যা সোয়া ৭টায় নাট্যশালার স্টুডি থিয়েটার মিলনায়তনে মঞ্চায়িত হবে থিয়েটারওয়ালা রেপার্টরি প্রযোজিত নাটক ‘জবর আজব ভালোবাসা’।

পরদিন ২৭ আগস্ট একই সময়ে নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির আরেকটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। অগ্রিম টিকিটের জন্য বুকিং দেয়া যাবে- ০১৯৭০৫৩৩৩২২ এই নম্বরে।

আন্তন চেখভের ‘দ্য বিয়ার’ অবলম্বনে নাটকটির গল্প তৈরি হয়েছে। এটি অনুবাদ করেছেন মোবারক হোসেন খান। তিনটি চরিত্র নিয়ে এগিয়েছে নাটকটির কাহিনী। রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন সাইফ সুমন। মঞ্চে তিনটি চরিত্র রূপায়ণ করবেন প্রাঙ্গণেমোর নাট্যদলের রামিজ রাজু, নাট্যকেন্দ্রের সঙ্গীতা চৌধুরী ও থিয়েটার আর্ট ইউনিটের সাইফ সুমন।

-------------------------------------------------------
আরও পড়ুন : টিভি পর্দায় আজ মাহফুজুর রহমানের একক সঙ্গীতানুষ্ঠান
-------------------------------------------------------

এই নাটকের নির্দেশক সাইফ সুমন বলেন, “ঈদ উৎসবের রেশ ধরেই আমরা নাটকটির মঞ্চায়ন করছি। আমাদের প্ল্যান ছিল ঈদের পরদিন নাটকটির প্রদর্শনী করবো। কিন্তু জাতীয় নাট্যশালা ঈদের ছুটিতে সরকারি বন্ধ থাকার কারণে ২৬ আগস্ট প্রদর্শনী করছি।”

তিনি আরও বলেন, ঈদ উৎসবে টেলিভিশন চ্যানেলে সপ্তাহব্যাপী অনুষ্ঠান প্রচার হয়। সিনেমা হলে নতুন সিনেমা মুক্তি পায়। সংবাদপত্রগুলো ঈদ সংখ্যা প্রকাশ করে। মঞ্চনাটকেও তো প্রতি বছর ঈদকে ঘিরে উৎসব হতে পারে। গত বছর সৈয়দ জামিল আহমেদের নির্দেশনায় ঈদ উপলক্ষে ‘রিজওয়ান’ নাটকের উৎসব তো দর্শকের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছিল।”

সাইফ সুমন বলেন, “আমরা মনে করি প্রতি বছরই ঈদ উৎসবে মঞ্চনাটকের উৎসব হওয়া উচিত। সেই ধারাবাহিকতা ধরেই গত রোজার ঈদের পরও আমরা ‘জবর আজব ভালোবাসা’ নাটকের প্রদর্শনী করেছিলাম। এবারের ঈদে নাটকটির প্রদর্শনী করছি।”

উল্লেখ্য ঈদ উৎসবে এই নাটকটির বিশেষ প্রদর্শনীর প্রচার সহযোগি হিসেবে রয়েছে সৃজনশীল তারণ্যের প্লাটফর্ম ‘ক্ষ্যাপা’।

আরও পড়ুন :

পিআর

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh