logo
  • ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২ আশ্বিন ১৪২৬

রাজ্জাক-জসিম-সালমান শাহ’র নামে এফডিসিতে কুরবানি

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ২২ আগস্ট ২০১৮, ১৫:৫৪ | আপডেট : ২২ আগস্ট ২০১৮, ১৬:০১
ছবি: সংগৃহীত
এবারের ঈদে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগে এবছর প্রয়াত শিল্পীদের নামে গরু কুরবানি দেয়া হয়েছে।

এব্যাপারে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, প্রয়াত নায়করাজ রাজ্জাক, জসিম, সালমান শাহ, মান্না, জাফর ইকবাল, রাণী সরকার, খলিলউল্লাহ খান, আমির হোসেন বাবুসহ বেশ কয়েকজন শিল্পীর নামে কুরবানি দিয়েছে শিল্পী সমিতি।

তিনি আরও বলেন- ‘চারটি গরু কুরবানি দিয়েছে শিল্পী সমিতি। এর মধ্যে শিল্পী সমিতির উদ্যোগে তিনটি গরু  কেনা হয়। আর একটি গরু অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল পাঠিয়েছেন।’

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা শিল্পী সমিতির ফান্ড থেকে কোনও অর্থ নেয়নি, চাঁদাও নেয়নি। মূলত আমরা কিছু অনুদান পেয়েছি, শিল্পী সমিতির কিছু সদস্য আমাদের সহযোগিতা করেছেন। চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ভাই আমাদের সহযোগিতা করেছেন।’

সকাল সোয়া ৮টায় গরু কুরবানি দেয়া হয়েছে বলে জানান জায়েদ খান। তিনি বলেন- ‘আমরা কিছু শুভেচ্ছা প্যাকেট তৈরি করেছি। তিনটি পিকআপে করে আমাদের সম্মানিত শিল্পীদের কাছে এই শুভেচ্ছা উপহার পৌঁছে দেয়া হবে। পাশাপাশি এফডিসিতে আর্থিকভাবে অস্বচ্ছল শিল্পীদেরও এই শুভেচ্ছা উপহার দেয়া হবে।’

এই কুরবানিকে ভালোবাসার বিনিময় উল্লেখ করে জায়েদ খান বলেন- ‘আমরা শিল্পীরা তো একটা পরিবার। সবাই মিলে এই কুরবানির মধ্য দিয়ে মূলত ভালোবাসার বিনিময় করলাম।’

পিআর/পি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়