• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঈদের দিন আরটিভিতে নানা আয়োজন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ আগস্ট ২০১৮, ১৮:৪৯
‘বুকের মধ্যে বন্ধু একটা’ নাটকের দৃশ্যে চঞ্চল চৌধুরী ও মম।

ঈদ-উল-আজহা উপলক্ষে আটদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা সাজিয়েছে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি। ঈদের আগের দিন আজ (মঙ্গলবার) থেকে বিশেষ অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ নিয়েছে চ্যানেলটি।

এই আয়োজনে ৭ পর্বের ৩টি ধারাবাহিক, ৭টি এক খণ্ডের নাটক, ৭টি টেলিফিল্ম এবং ৭ দিনব্যাপী মোশাররফ করিম উৎসবে ৭টি একক নাটক প্রচার হবে। এছাড়া লাক্স ও গ্রামীণফোন নিবেদিত আরও ১৪টি নাটক প্রচারিত হবে চ্যানেলটিতে। তার পাশাপাশি প্রচার হবে বিশেষ অনুষ্ঠান।

ঈদের দিন (২২ আগস্ট) বুধবার সকাল ১০টা ৫মিনিটে আরটিভিতে প্রচার শুরু হবে সিসিমপুর। ১০টা ৪০মিনিটে প্রচার হবে বাংলা ছায়াছবি ‘মাই নেম ইজ খান’। ছবিটিতে অভিনয় করেছেন- শাকিব খান, সাহারা, মিশা সওদাগর প্রমুখ।

-------------------------------------------------------
আরও পড়ুন : বন্যার্তদের ৫ কোটি রুপি দিলেন সানি লিওন
-------------------------------------------------------

দুপুর ২টা ১৫মিনিটে প্রচার শুরু হবে বাংলা ছায়াছবি ‘কত স্বপ্ন কত আশা’। এতে অভিনয় করেছেন- বাপ্পী চৌধুরী, পরীমণি প্রমুখ। বিকেল ৫টা ২০মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘গেইম অ্যান্ড ফেইম’। উপস্থাপনা করেছেন হক বারীশ। অংশগ্রহণ করছেন চৌধুরী জাফরউল্লাহ শরাফত, সালহা খানম নাদিয়া, হিমি, ঝিলিক, নিরব, আইরিন প্রমুখ। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন এম শামসুদ্দিন মিঠু।

সন্ধ্যা ৬টায় প্রচার হবে ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘আদর্শ স্বামী’। এটি লিখেছেন সাজিন আহমেদ বাবু, পরিচালনা করেছেন মিলন ভট্টাচার্য্য। অভিনয় করেছেন- জাহিদ হাসান, অপর্ণা ঘোষ, কাজী উজ্জ্বল, শিখা খান মৌ, নিকুল কুমার মণ্ডল, স্বর্ণা প্রমুখ।

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে আগের ধারাবাহিকতায় এবারও আরটিভির পর্দায় প্রচার হবে ‘মোশাররফ উৎসব’। সাতদিনব্যাপী মোশাররফ উৎসব প্রচার শুরু হবে ঈদের দিন থেকে সপ্তমদিন পর্যন্ত প্রতিদিন রাত ৭টা ৫মিনিটে।

এই আয়োজনে ঈদের দিন রাত ৭টা ৫মিনিটে প্রচার হবে নাটক ‘তকদির’। লিখেছেন জুয়েল এলিন, পরিচালনা করেছেন শামস করিম। অভিনয় করেছেন- মোশাররফ করিম, প্রসুন আজাদ প্রমুখ।

রাত ৭টা ৫০মিনিটে প্রচার হবে ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘হোয়াট ইজ লাভ’। রচনা ও পরিচালনা করেছেন সাফায়েত মনসুর রানা। অভিনয় করেছেন- জন কবির, অপর্ণা ঘোষ, মিশু সাব্বির, সোনিয়া হোসেন, ইরফান সাজ্জাদ, সাবিলা নূর, সাফায়েত মনসুর রানা প্রমুখ।

রাত ৮টা ৩০মিনিটে প্রচার হবে একক নাটক ‘ঘাউড়া মজিদ এখন ব্যবসায়ী’। লিখেছেন আকাশ রঞ্জন, পরিচালনা করেছেন শামীম জামান। অভিনয় করেছেন- মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, শামীম জামান, এ্যানি খান প্রমুখ।

রাত ৯টা ৩৫মিনিটে প্রচার হবে ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘মাহিনের রূপবান বিয়ে’। রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান। অভিনয় করেছেন মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, নাদিয়া নদী, আ খ ম হাসান, ফারুক আহমেদ প্রমুখ।

রাত ১১টা ৫মিনিটে প্রচার হবে গ্রামীণফোন নিবেদিত এই সময়ের গল্প ‘লাইফ ইজ বিউটিফুল’। পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, সাবিলা নূর প্রমুখ।

রাত ১১টা ৪৫মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘বুকের মধ্যে বন্ধু একটা’। লিখেছেন লিটু সাখাওয়াত, পরিচালনা করেছেন সকাল আহমেদ। অভিনয় করেছেন- চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, আব্দুন নূর সজল প্রমুখ।

পিআর/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরটিভিতে আজ যা দেখবেন
আরটিভির মাধ্যমে সংগীত পরিচালনায় নাম লেখালেন জিকো
প্রেডিক্ট এবং উইন গিফটস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
আরটিভিতে আজ যা দেখবেন
X
Fresh