• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

ঈদে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘ড্যান্স ইউনিভার্স’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ আগস্ট ২০১৮, ১৫:১০
‘ড্যান্স ইউনিভার্স’ অনুষ্ঠানে সহশিল্পীদের সঙ্গে মেহজাবীন।

ঈদুল আজহা উপলক্ষে আট দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা সাজিয়েছে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি। ঈদের আগের দিন থেকে বিশেষ অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ নিয়েছে চ্যানেলটি।

এই আয়োজনে ৭ পর্বের ৩টি ধারাবাহিক, ৭টি এক খণ্ডের নাটক, ৭টি টেলিফিল্ম এবং ৭ দিনব্যাপী মোশাররফ করিম উৎসবে ৭টি একক নাটক প্রচার হবে।

এছাড়া লাক্স ও গ্রামীনফোন নিবেদিত আরও ১৪টি নাটক প্রচারিত হবে চ্যানেলটিতে। তারা পাশাপাশি প্রচার হবে বিশেষ অনুষ্ঠান।

আরটিভির ঈদ আয়োজনে প্রচার হবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘ড্যান্স ইউনিভার্স’। ঈদের ২য় দিন বিকেল ৫টা ২০ মিনিটে এই নৃত্যানুষ্ঠানটি প্রচার হবে।

বিশ্ব নৃত্যের ৫টি ফর্মের উপর ভিত্তি করে সাজানো হয়েছে এ অনুষ্ঠানটি। এতে অংশগ্রহণ করেছেন মেহজাবীন চৌধুরী, তানজিন তিশা, সাবিলা নূর, সাফা কবির, টয়া প্রমুখ।

অনুষ্ঠানটির প্রযোজক সোহেল রানা বিদ্যুত জানান, বিশ্বের বিভিন্ন দেশে নৃত্যের বিভিন্ন ফর্ম রয়েছে। সেখান থেকে বাছাই করে ৫টি ফর্মের উপর ভিত্তি করে আমরা অনুষ্ঠানটি সাজিয়েছি।

তিনি আরও জানান, ‘এতে মেহজাবীন বাংলা, সাবিলা নূর হিন্দি, সাফা কবির অ্যারাবিক, টয়ার সঙ্গে মঈন ইংলিশ এবং সিনথিয়ার সঙ্গে শাহেদ স্প্যানিশ নৃত্য পরিবেশন করবেন।

আরও পড়ুন :

পিআর/ এমকে

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh