logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২৭ জুন ২০১৯, ১৩ আষাঢ় ১৪২৬

অপরাধী’র পর আরমান আলিফের ‘নেশা’

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ১৭ আগস্ট ২০১৮, ১৪:১৩ | আপডেট : ১৭ আগস্ট ২০১৮, ১৪:১৬
ছবি: সংগৃহীত
সঙ্গীতাঙ্গনে হঠাৎ করেই পরিচিতি পান আরমান আলিফ। এই তরুণ শিল্পীর গাওয়া ‘অপরাধী’ গানটি এখন পর্যন্ত অনলাইন দুনিয়ায় সবচেয়ে বেশি ভিউ হওয়া বাংলা গান। ইউটিউবে ১৩ কোটিরও বেশি ভিউ হয়েছে গানটির।

whirpool
‘অপরাধী’র পর এবার নতুন গান নিয়ে ঈদে হাজির হচ্ছেন এই তরুণ শিল্পী। এবারের গানের শিরোনাম ‘নেশা’। নিজেরেই লেখা, সুর ও কণ্ঠে গানটি শিগগিরই প্রকাশ পাবে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।

নতুন এ গান প্রসঙ্গে আরমান আলিফ বলেন, এই গানের কথা ও সুরে নতুনত্ব রয়েছে। আশা করি, এবারের ঈদে ‘নেশা’ গানটি সঙ্গীতপ্রেমীদের বাড়তি আনন্দ জোগাবে। সবার অব্যাহত উৎসাহ-অনুপ্রেরণাই আমার আগামীর পথচলার পাথেয়।

তিনি আরও বলেন, এটি আসলে আমার জন্য ভালো লাগারই একটা বিষয়। সত্যিকার অর্থে ‘অপরাধী’ গানটি যে এমনভাবে সাড়া ফেলবে, একদমই ভাবিনি।  ফেসবুক, ইউটিউবে সবার কমেন্ট, প্রশংসা এবং উৎসাহ-অনুপ্রেরণায় আমি মুগ্ধ। এজন্য সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা। এখন সঙ্গীত নিয়ে প্রত্যাশাটা আগের চেয়ে অনেক বেড়ে গেছে।

পিআর/এম

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়