ঈদ উপলক্ষে ঢাকায় হলিউডের দুই সিনেমা
আরটিভি অনলাইন রিপোর্ট
| ১৬ আগস্ট ২০১৮, ১৫:২৫ | আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ১৭:০৯

ছবি: সংগৃহীত
------------------------------------------------------------------
আরও পড়ুন : আরটিভিতে ‘বাবর আলীর হেলিকপ্টার রিটার্ন’
------------------------------------------------------------------ গল্পে দেখা যাবে, সিআইএ’র ইউনিটে সক্রিয় জেমস সিলভা। প্রতিকূল ২২ মাইল এলাকায় মূল্যবান গোয়েন্দা সম্পদ হুমকির মুখে পড়লে তা উদ্ধারে এগিয়ে যায় সে। অভিযানে গিয়ে বিপদে পড়েন তিনি নিজেও। উচ্চ পর্যায়ের একটি কমান্ডো দল গোপন কৌশলে তাকে সহায়তা করে। নানা ঘাত-প্রতিঘাত আর বিপদসংকুল অবস্থার মধ্য দিয়ে সংগ্রাম চালিয়ে যায় অনেক দূর। তবে শেষ পরিণতি কী হয় তা জানতে দেখতে হবে সিনেমাটি। সনি পিকচার্সের পরিবেশনায় অ্যাডভেঞ্চার নির্ভর ‘আলফা’ সিনেমাটি পরিচালনা করেছেন আলবার্ট হিউজেস। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কোডি স্মিট-ম্যাকফি, লিওনর ভ্যারেলা, জেন্স হালটেন প্রমুখ। বরফযুগে এক তরুণ শিকারীর সঙ্গে একটি আহত নেকড়ের বন্ধুত্ব নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমা। আরও পড়ুন : পিআর/এম