Mir cement
logo
  • ঢাকা রোববার, ১৬ মে ২০২১, ২ জ্যৈষ্ঠ ১৪২৮

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১২ আগস্ট ২০১৮, ১৬:২১
আপডেট : ১২ আগস্ট ২০১৮, ১৬:৩৩

জন্মদিনে কী করছেন সারা?

সাইফ-অমৃতা দম্পতির কন্যা সারা আলী খানের জন্মদিন আজ (১২ আগস্ট)। ২৩ বছরে পা রাখলেন এই গ্ল্যামার কন্যা। এবারের জন্মদিনটা সারার কাছে একটু অন্যরকম। অন্যান্য বছরের মতো সারার বাড়িতে আলাদা করে পার্টি হচ্ছে না। এই জন্মদিনে শুধুই কাজের মধ্যে ব্যস্ত থাকবেন সারা।

বলিউডের দুই ছবি নিয়ে হাজির হতে যাচ্ছেন তিনি। ছবি দুটোর মধ্যে রয়েছে অভিষেক কাপুরের পরিচালনায় সুশান্ত সিং রাজপুতের 'কেদারনাথ'। অন্যটি করণ জোহরের প্রযোজনা সংস্থার ও রোহিত শেঠি পরিচালিত ‘সিম্বা’। এবারের জন্মদিনে ‘সিম্বা’র কাজেই ব্যস্ত রয়েছেন সারা।

-------------------------------------------------------

আরও পড়ুন : তারেক-মিশুক স্মরণে নানা আয়োজন

-------------------------------------------------------

শুটিং নেই, তবে নাচের অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন তিনি। সারা আলী খানের এক ঘনিষ্ঠ ব্যক্তি ভারতীয় গণমাধ্যমে জানিয়েছেন, এবার সারার জন্মদিনটা ভিন্নভাবে কাটবে। প্রত্যেক বছর জন্মদিনে পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবদের নিয়ে ছোট-খাটো সেলিব্রেশন করে থাকেন।। কিন্তু ‘সিম্বা’র একটি গানের অনুশীলনে ব্যস্ততায় কাটবে এবারের বিশেষ দিনটি।

শিগগিরই গানটির শুটিংয়ে অংশ নেবেন সারা। জন্মদিন উপলক্ষে সিম্বা’র প্রযোজনা সংস্থা থেকে সারাকে ছুটি নিতে বলা হলেও রুটিনের কোনও পরিবর্তন করতে চাননি তিনি।

আগামী ২৮ ডিসেম্বর ‘সিম্বা’ মুক্তি পাবার কথা রয়েছে। অন্যদিকে ‘কেদারনাথ’ ছবিটির মুক্তির ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।

আরও পড়ুন :

এম/পিআর

RTV Drama
RTVPLUS