DMCA.com Protection Status
  • ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০১৯, ৭ বৈশাখ ১৪২৬

সালমান-দীপিকার ‘ইনশাআল্লাহ’

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১০ আগস্ট ২০১৮, ১৫:৪৯ | আপডেট : ১০ আগস্ট ২০১৮, ১৬:০৪
ছবি: সংগৃহীত
সঞ্জয় লীলা বানশালী পরিচালিত ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমায় অভিনয় করেছিলেন সালমান খান। সেই সিনেমায় অভিনয় করতে গিয়েই ঐশ্বরিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে সালমানের। সেই সিনেমার পরই ভেঙে যায় তাদের সম্পর্ক।

এরপর বানশালীর কোনও সিনেমায় আর অভিনয় করেননি সালমান খান। এবার বানশালীর পরিচালনায় নতুন সিনেমায় অভিনয় করবেন সালমান। ভারতীয় সংবাদ মাধ্যমে এমন খবর প্রকাশ হয়েছে।

সঞ্জয় লীলা বানশালী নাকি ‘ইনশাআল্লাহ’ নামে একটি সিনেমার জন্য রেজিস্ট্রেশন করিয়েছেন। আগামী ৬ মাসের মধ্যেই সিনেমার স্ক্রিপ্টও তৈরি হয়ে যাবে বলে শোনা যাচ্ছে। আর এই সিনেমাতেই নাকি বানশালী এবার সালমান খানকে  নেয়ার কথা ভাবছেন।

সিনেমাটিতে সালমানের সঙ্গে দেখা যেতে পারে দীপিকা পাড়ুকোনকে। যদিও সালমান-দীপিকা কেউই এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। তবে পরিচালকের পক্ষ থেকে দুজনের সঙ্গে আলোচনা চলছে বলে জানা গেছে।

সম্প্রতি ‘রামলীলা’, ‘বাজিরাও মাস্তানি’ ও ‘পদ্মাবত’এর সাফল্যের পর দীপিকার উপরই ভরসা করতে চাইছেন সঞ্জয় লীলা বানশালী। সেখানে যদি যোগ দেন সালমান। তবে সিনেমাটি যে ব্যবসায়িক সাফল্য পাবে তা নিশ্চিত করেই বলা যায়।

আরও পড়ুন :

পিআর/এম

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়