প্রকাশ্যে এলো ‘বেপরোয়া’র টিজার
আরটিভি অনলাইন রিপোর্ট
| ০৯ আগস্ট ২০১৮, ১২:৫৭ | আপডেট : ০৯ আগস্ট ২০১৮, ১৩:০৩

আরও পড়ুন : সোমেশ্বর অলির কথায় অন্তর্জালে ‘বর্ষা বন্দনা’
--------------------------------------------------------------- প্রথমবারের মতো জাজ প্রযোজিত ছবিতে কাজ করছেন ববি। ঈদে ছবিটি মুক্তি পাওয়া নিয়ে ববি বলেন, সম্পূর্ণ বিনোদনমূলক একটি ছবি ‘বেপরোয়া’। পুরো টিমের সবাই মিলে একটি ভালো কাজ উপহার দিতে চেয়েছি। এখন গানের শুটিং চলছে। দর্শকরা ছবিটি দেখার নিরাশ হবেন না। আনন্দ নিয়েই ঘরে ফিরবেন। জাজ সব সময় দর্শকদের পছন্দের কথা ভেবে ছবি নির্মাণ করে। আশা করছি এই ছবিটিও দর্শকরা পছন্দ করবেন। রোশান বলেন, ‘ছবিটি বিনোদনের একটা প্যাকেজ বলতে পারেন। উৎসবে পরিবার, বন্ধু-বান্ধব নিয়ে দেখার মতো একটি ছবি। কাজটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ছবিটি আমার ক্যারিয়ারের জন্য ভালো কিছু বয়ে আনবে বলে আশা করছি। ‘বেপরোয়া’ নায়করাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে উৎসর্গ করা হয়েছে। আরও পড়ুন : এম/পিআর