• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আসিফের মামলার তদন্ত প্রতিবেদনের তারিখ পেছালো

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ আগস্ট ২০১৮, ১৫:৪১

জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১ অক্টোবর নতুন দিন ধার্য করেছেন আদালত।

আজ বুধবার সকালে ঢাকা মহানগর হাকিম এইচএম তোয়াহা এ নতুন দিন ধার্য করেন। এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় আদালত এ আদেশ দেন।

মামলার সূত্রে জানা যায়, অনুমতি ছাড়াই আসিফ আকবর তার সঙ্গীতকর্মসহ অন্য গীতিকার, সুরকার ও শিল্পীদের ৬১৭টি গান বিক্রি করেছেন এমন অভিযোগে তেজগাঁও থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে গীতিকার, সুরকার ও গায়ক শফিক তুহিন মামলা করেন।

আর সেই মামলায় গত ৫ জুন রাত দেড়টায় গ্রেপ্তার হন বাংলা গানের যুবরাজ খ্যাত আসিফ আকবর। মামলায় আসিফ ছাড়া আরও চার-পাঁচজন অজ্ঞাত আসামি রয়েছেন। পরদিন ৬ জুন তার ৫ দিনের রিমান্ড ও জামিনের উভয় আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান আদালত। ৫ দিন কারাভোগের পর গত ১১ জুন আদালত আসিফের জামিন মঞ্জুর করলে সেদিনই মুক্তি পান তিনি।

আরও পড়ুন :

এম/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোনালদোর পাওনা ১১৩ কোটি টাকা দিতে জুভেন্টাসকে নির্দেশ
সড়কে শৃঙ্খলা জোরদারে বিআরটিএ’র নতুন সিদ্ধান্ত
পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি
বিএনপি নেতা হাবিব কারাগারে
X
Fresh