• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

পরিচালক সমিতির সদস্যপদ ফিরে পেলেন গাজী মাহবুব

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ আগস্ট ২০১৮, ১৭:৪১

দেশীয় সিনেমার আলোচিত পরিচালক গাজী মাহবুব। যিনি ‘প্রেমের তাজমহল’ সিনেমা নির্মাণের মাধ্যমে ইতিহাস তৈরি করেছিলেন। রিয়াজ-শাবনূর জুটি অভিনীত সিনেমাটি আজও দর্শকের মনে গেঁথে রয়েছে।

কিন্তু গেল বছর মাহবুব তার নতুন সিনেমা ‘ভালোবাসা ২৪×৭’র শুটিং শুরুর ঠিক আগে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

গেল বছর ২০ মে চলচ্চিত্র পরিচালক সমিতিতে নায়করাজ রাজ্জাককে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের প্রতিবাদে এই সমস্যা তৈরি হয়। ঘটনার প্রেক্ষিতে পরিচালক সমিতি এক বছরের জন্য তার সদস্যপদ স্থগিত করে।

--------------------------------------------------------
আরও পড়ুন : অভিষেককে নিয়ে সমালোচনার জবাব দিলেন ঐশ্বরিয়া
--------------------------------------------------------

পরিচালক সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য ছিলেন গাজী মাহবুব। কিন্তু সদস্যপদ স্থগিতের ফলে এই পদটিও হারান তিনি। এক বছর পূর্ণ হওয়াতে গাজী মাহবুবের সদস্যপদের স্থগিত আদেশ তুলে নেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন।

গাজী মাহবুব বলেন, ‘পরিচালক সমিতির সিদ্ধান্ত আমি মাথা পেতে মেনে নিয়েছি। সমিতির সাধারণ সভায় আমার সদস্যপদ ফিরিয়ে দেয়া হয়। আমি এখন সিনেমার কাজ শুরু করতে পারব।’

জানা গেছে, শিগগিরই ‘ভালোবাসা ২৪×৭’ সিনেমার শুটিং শুরু করবেন এই নির্মাতা।

আরও পড়ুন :

এম/পিআর

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh