DMCA.com Protection Status
  • ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০১৯, ১১ বৈশাখ ১৪২৬

প্রেমে মজেছেন জাহ্নবী!

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ০৪ আগস্ট ২০১৮, ১৬:৫৭ | আপডেট : ০৪ আগস্ট ২০১৮, ১৭:৪৬
শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুর। সম্প্রতি এই স্টার কিড অভিনীত ‘ধড়ক’ সিনেমা মুক্তি পেয়েছে। আর এই সিনেমার মাধ্যমেই বলিউডে অভিষিক্ত হয়েছেন জাহ্নবী।

সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ-অভিনেতা ঈশানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন জাহ্নবী। এমন গুঞ্জন শোনা যাচ্ছে। গত শুক্রবার জাহ্নবী-ঈশানকে নাকি এক সঙ্গে সিনেমা হল থেকে বের হতে দেখা গেছে। এই ঘটনার পড় জল্পনা আরও দৃঢ় হয়।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, সিনেমাটির প্রোমোশন অনুষ্ঠানে তাদের সম্পর্কের খুনসুটি প্রকাশ্যে আসে। সেদিন সংবাদ সম্মেলনে জাহ্নবীকে ভিড় থেকে গার্ড দিয়ে বাইরে যেতে সাহায্য করেছিলেন ঈশান।

সিনেমা মুক্তির পর এই জুটির অফস্ক্রিন ঘনিষ্ঠতা নজর কেড়েছে। এক সাক্ষাৎকারে ঈশান জানান, জাহ্নবীর সঙ্গে প্রথম দেখাতেই তাকে নিয়ে ‘লা লা ল্যান্ড’ দেখাতে নিয়ে গিয়েছিলেন।

আর সিনেমায় যাতে তাদের রসায়ন দর্শক উপভোগ করেন সেজন্যে নিজেদের মধ্যে বোঝাপড়া পাকাপোক্ত করেন।

শশাঙ্ক খাইতান পরিচালিত সিনেমাটি মুক্তি পায় ২০ জুলাই। এটি মারাঠী ব্লকবাস্টার ‘সাইরাত’র হিন্দি রিমেক।

মুক্তির পরেই বক্স অফিসে সাড়া ফেলে ‘ধড়ক’। সিনেমার প্রযোজক করন জোহর বলেন, বিশ্বব্যাপী ধড়ক সিনেমাটি দর্শকের মন কেড়েছে। নবাগতদের নিয়ে নতুন কোনও সিনেমা খুব কমই মাইলফলক ছুঁতে পারে। জাহ্নবী ও ঈশানের জন্য গর্ব অনুভব করছি।

আরও পড়ুন : 

এম/পি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়