শাকিবের গাড়ি আটকে শিক্ষার্থীদের প্রশ্ন, লাইসেন্স আছে?
আরটিভি অনলাইন রিপোর্ট
| ০৩ আগস্ট ২০১৮, ০৯:২৫ | আপডেট : ০৩ আগস্ট ২০১৮, ০৯:৪০

ছবি: সংগৃহীত
আরও পড়ুন : শিক্ষার্থীদের প্রতিবাদ দেখে আনন্দে-আবেগে চোখ ভিজে গেছে: হানিফ সংকেত
--------------------------------------------------------------------------------------------------- এই নায়ক আরও বলেন, শিক্ষার্থীরা আমার সঙ্গে খারাপ ব্যবহার করেনি। তারা ছুটে এসে আমাকে আন্দোলনে যোগ দেয়ার জন্য আহ্বান জানায়। কিন্তু আমি শুটিং কস্টিউম পরে আছি বলে নামতে পারিনি। তাবে তাদের শান্তিপূর্ণ ও যৌক্তিক আন্দোলনে আমার সমর্থনের কথা জানিয়ে দিই। এই আন্দোলন নিয়ে নিজের অবস্থান পুনঃব্যক্ত করে শাকিব বলেন, সরকারের যেসব প্রতিষ্ঠানের ফিটনেসবিহীন গাড়ি দেখার কথা ছিল, তারা এতো দিন কিছুই করেনি। আমি এই আন্দোলনের সঙ্গে আছি। যদি প্রয়োজন হয়, শিক্ষার্থীদের সঙ্গে রাস্তায়ও নামব। এই আন্দোলন কিন্তু সরকারের বিরুদ্ধে না, অনিয়মের বিরুদ্ধে। আমরা সবাই নিরাপদ সড়ক চাই।’ ঢাকার বিমানবন্দর সড়কে গত রোববার জাবালে নূর পরিবহনের একটি বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনার প্রতিবাদে আন্দোলন করছে শিক্ষার্থীরা। ওই দিন থেকে বেপরোয়া গাড়ির চালকের ফাঁসির দাবি এবং এ শাস্তি সংবিধানে সংযোজন করা, সড়কে ফিটনেসবিহীন গাড়ি না চলা, নিরাপদ সড়কের দাবি, সারা দেশে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার ব্যবস্থা করা, নৌমন্ত্রী শাজাহান খানের ক্ষমা চাওয়াসহ কয়েক দফা দাবিতে এই আন্দোলন করছে শিক্ষার্থীরা। পিআর/জেএইচ