• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শিক্ষার্থীদের প্রতিবাদ দেখে আনন্দে-আবেগে চোখ ভিজে গেছে: হানিফ সংকেত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ আগস্ট ২০১৮, ১৭:৫৫

আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন শোবিজ অঙ্গনের অনেক তারকা শিল্পী। এবার তাদের দলে যোগ দিলেন দেশের জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত। বৃহস্পতিবার এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের সঙ্গে এই আন্দোলনে সংহতি প্রকাশ করেন।

‘উই ওয়ান্ট জাস্টিস’ শিরোনামে ফেসবুক স্ট্যাটাসে হানিফ সংকেত লিখেছেন, ‘এ সপ্তাহে রাজপথে শিশু-কিশোরদের মুখে উচ্চারিত একটি আলোচিত স্লোগান। যা সবারই মনের কথা। এইসব নিয়মিত অনিয়ম, অসঙ্গতি, রাস্তার নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় প্রায়ই আমি বিভিন্ন মাধ্যমে তুলে ধরতে চেষ্টা করেছি। কিন্তু দুভার্গ্যজনক হলেও সত্যি, এগুলো সবার মনের কথা হলেও আমাদের দেশের কিছু তথাকথিত বুদ্ধিজীবীর মুখের কথা হয়নি। এরা তাদের দলীয় স্বার্থে সুবিধা আদায়ের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে পত্রপত্রিকায় বিবৃতি দেন। টকশোতে কথার খই ফোটান।’
--------------------------------------------------------
আরও পড়ুন : মাহির বিরুদ্ধে শিডিউল ফাঁসানোর অভিযোগ
--------------------------------------------------------

‘কিন্তু এই বৈরী আবহাওয়ার মধ্যেও কখনও বৃষ্টিতে ভিজে, কখনও প্রখর রৌদে দাঁড়িয়ে আমাদের সন্তানতুল্য শিক্ষার্থীরা যখন জীবনের নিরাপত্তা, স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা আর ন্যায় বিচারের দাবিতে রাজপথে সোচ্চার-তখন এইসব তথাকথিত বুদ্ধিজীবী, দলীয় সাংবাদিকরা অজ্ঞাত কারণে নিশ্চুপ। এই শিক্ষার্থীদের কাছ থেকে আমাদের অনেকেরই অনেক কিছু শেখার আছে। ওদের প্রতিবাদ দেখে আনন্দে-আবেগে চোখ ভিজে গেছে। আর কোনও হতাশা নয়। ওরাই আমাদের সোনালী ভবিষ্যৎ। আমি নিশ্চিত ওদের হাতেই গড়ে উঠবে আগামী দিনের সুস্থ, সুন্দর, ব্যাধিমুক্ত বিশ্ব সেরা বাংলাদেশ।’

রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবারও আন্দোলন করছে শিক্ষার্থীরা। রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরাপদ সড়কের দাবিতে টানা ৪ দিন ধরে চলছে ছাত্র বিক্ষোভ।

আরও পড়ুন :

এম/এমকে

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট খাদে বাস, নিহত ১০  
লরি-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে আগুন, নিহত ১
মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে, বেড়েছে মাদরাসায়
ভারতীয় পণ্য বর্জন আন্দোলন নিয়ে বিএনপিতে দ্বন্দ্ব!
X
Fresh