• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

শিক্ষার্থীদের আন্দোলনে একাত্ম হয়ে কাঁদলেন ফারজানা ব্রাউনিয়া (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ আগস্ট ২০১৮, ১৭:৫০
ছবি: সংগৃহীত

নিরাপদ সড়কের দাবি নিয়ে উত্তাল এখন রাজধানী ঢাকা। শহরের বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছে। শিক্ষার্থীদের এই আন্দোলনের সঙ্গে সহমত পোষণ করে বড়দের অনেকেও যুক্ত হয়েছেন আন্দোলনে। একইসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উঠেছে প্রতিবাদের ঝড়।

এবার এই আন্দোলনের সঙ্গে সংহতি জানালেন জনপ্রিয় উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়া। স্বর্ণকিশোরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারজানা ব্রাউনিয়া বলেন, ‘আমাদের স্বর্ণকিশোরীদের, আমাদের সূর্য্য কিশোরদের বেঁচে থাকার জন্য নিরাপদ সড়কের নিশ্চয়তা দেয়া হোক। আমাদের ছেলেমেয়েরা ৯ টাকায় একজিবি ইন্টারনেট চায় না, তারা নিরাপদ সড় চায়।’

----------------------------------------------------------
আরও পড়ুন : ট্রাকের নিচে চাপা পড়া ছেলেটি বেঁচে আছে
----------------------------------------------------------

তিনি আরও বলেন, ‘রাষ্ট্রনায়ক যিনি আছেন, তিনি কেন এখনো কথা বলছেন না। যে লোকটিকে নিয়ে এত কথা হচ্ছে। তাকে কেন এখনো ঘাড় ধরে নামিয়ে দেয়া হচ্ছে না?’

সুরক্ষিত সড়কের প্রত্যাশায় স্বর্ণকিশোরী ফাউন্ডেশনের আয়োজনে মানববন্ধনে এসব কথা বলেন ফারজানা ব্রাউনিয়া। এসময় তিনি কান্নায় ভেঙে পড়েন। ফারজানা ব্রাউনিয়া বলেন, ‘কোনো সাংবাদিক, মিডিয়াকর্মী হিসেবে নয়। আমার প্রশ্ন, একজন মা হিসেবে। একজন মায়ের চিৎকার রাষ্ট্রনায়কদের কানে পৌঁছাবে কিনা, জানি না। কিন্তু এই চিৎকার চলতেই থাকবে।’

মানবন্ধনে আরও অনেকেই বক্তব্য রাখেন। তাদের সবার দাবি নিরাপদ সড়ক, সুরক্ষিত সড়ক। একই দাবি নিয়ে এখন উত্তাল রাজধানীর সাধারণ শিক্ষার্থীরা।

উল্লেখ্য গত রোববার দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাসস্ট্যান্ডে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম ও বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম রাজিব নামে দুই শিক্ষার্থী জাবালে নূর পরিবহনের বাসচাপায় নিহত হন। একই ঘটনায় আহত হন আরও ৮-১০ জন শিক্ষার্থী।

ওই ঘটনায় জাবালে নূরের তিন গাড়ির দুই চালক ও দুই হেলপারকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। এর আগে নিহত মিমের বাবা ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেন। তারপর থেকে রাজপথে নেমে আন্দোলন করছে সাধারণ শিক্ষার্থীরা।

ভিডিও দেখতে ক্লিক করুন এখানে

পিআর/ এমকে

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh