• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

মঞ্চে আসছে বাতিঘরের ‘র‌্যাডক্লিফ লাইন’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ জুলাই ২০১৮, ১৩:০৯
ছবি: সংগৃহীত

বাতিঘর নাট্যদল মঞ্চে নিয়ে আসছে নতুন নাটক ‘র‌্যাডক্লিফ লাইন’। রচনা ও নির্দেশনা দিয়েছেন মুক্তনীল। রাজধানীর সেগুনবাগিচাস্থ জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটারে শুক্রবার, ২৭ জুলাই সন্ধ্যায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী।

এটি বাতিঘর’ এর ৮ম প্রযোজনা। নাটকটিতে অভিনয় করবেন সাফিন, আহমেদ অশ্রু, স্বরণ বিশ্বাস , শিশির সরকার, সঞ্জয় হালদার।

এই নাটকের আলো নিয়ন্ত্রণে রয়েছেন তানজিল আহমেদ। মঞ্চ পরিকল্পনায় রয়েছেন খালিদ হাসান রুমি, তাজিম আহমেদ শাওন। সঙ্গীতে রয়েছেন জনি সেন রুবেল, সাদ্দাম রহমান এবং শব্দ প্রক্ষেপণে অপূর্ব দে।

নির্দেশক মুক্তনীল বলেন, ‘মিথ্যা অহমিকা আর ভোগ দখলের জন্য আদিম যুগ থেকে শুরু করে এখন পর্যন্ত জাতিতে জাতিতে পারস্পরিক দ্বন্দ চলে আসছে। এই মিথ্যা অহমিকায় সৃষ্ট সিস্টেমের জাঁতাকলে পিষ্ট হচ্ছে মানবতা আর বলির পাঠা হচ্ছে সাধারণ মানুষ।’

--------------------------------------------------------
আরও পড়ুন : আরটিভির নাটক ‘ভালোবাসার স্বপ্নজালে’
--------------------------------------------------------

তিনি আরও বলেন, ‘র‌্যাডক্লিফ লাইন’ নাটকটি সেই সিস্টেমের খাঁচায় বন্দী মানুষের ভেতরের মানবিকতাকে একটা বড় ঝাঁকি মেরেছে এবং স্পর্শ করেছে হৃদয়কে।

আরও পড়ুন :

পিআর/এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বঙ্গবন্ধু আমাদের বাতিঘর : কাদের
নানা চমকে শিরোনামহীনের ‘বাতিঘর’ প্রকাশ
চাঁদপুরে ‘চেতনার বাতিঘর’ উদ্বোধন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি
টাঙ্গাইলে শীতার্তদের মুখে হাসি ফোটালো বাতিঘর আদর্শ পাঠাগার
X
Fresh