• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

রাশেদ রাহা অ্যাকশন-কাট ছাড়া কিছুই করেনি: ববি

এ এইচ মুরাদ, আরটিভি অনলাইন

  ২৩ জুলাই ২০১৮, ১৫:২৪

নতুন পরিচালক রাশেদ রাহা ‘নোলক’ নামে একটি ছবির কাজ শুরু করেছেন। হাদরাবাদে এরই মধ্যে ছবির বেশির ভাগ শুটিং শেষ হয়েছে।

কিন্তু হঠাৎ করেই গতকাল (২২ জুলাই) নির্মাতা রাশেদ রাহা পরিচালক সমিতিতে অভিযোগ করেন তার ছবিটি ছিনতাই করা হয়েছে। অভিযোগপত্রটি বাংলাদেশ পরিচালক সমিতিতে জমা দিয়েছেন এই নির্মাতা।

সেই অভিযোগে বলা হয় প্রযোজক তাকে না জানিয়েই পরিচালক ইফতেখার চৌধুরীকে দিয়ে ২১ জুলাই থেকে কলকাতায় একটি টিম নিয়ে শুটিং করছেন।

‘নোলক’-এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় নায়ক শাকিব খান ও গ্লামারাস নায়িকা ইয়ামিন হক ববি। আরও রয়েছেন ওমর সানি, মৌসুমী, তারিক আনাম খান, নিমা রহমান, রেবেকা, কলকাতার রজতাভ দত্ত, সুপ্রিয় দত্ত, অমিতাভ প্রমুখ।

পরিচালকের এই অভিযোগের প্রেক্ষিতে যোগাযোগ করা হয় ছবির নায়িকা ববির সঙ্গে। তিনি এখন কলকাতায় এই ছবির শুটিং করছেন।

ছবিটি ছিনতাইয়ের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে ববি আরটিভি অনলাইনকে বলেন, ‘এমন কিছু যদি হতো তাহলে কিন্তু ছবির শিল্পীরা কাজ করতেন না। এই ছবিতে অনেক গুণী শিল্পীরা কাজ করছেন। ছবি ছিনতাইয়ের মতো ঘটনা হলে তারা প্রতিবাদ করতেন।’

তিনি আরও বলেন, ‘আর সে (রাশেদ রাহা) অভিযোগ করেছে ‘নোলক’ ছবির ৮৫ ভাগ কাজ সে করেছে। কিন্তু খোঁজ নিলে জানতে পারবেন হাদরাবাদে সে অ্যাকশন-কাট ছাড়া কিছুই করেনি। ছবির প্রযোজক সাকিব সনেটই পুরো কাজ করেছে। বিষয়টি শিল্পীরা সবাই অবগত। সনেট চেয়েছিল ছবির কাজ পুরোটা শেষ করার পর ঘোষণা দেবে।’

ববি বলেন, ‘এত কিছুর পরও তাকে (রাশেদ রাহা) অনেকবার সুযোগ দেয়া হয়েছে। কিন্তু সে বারবার শুটিং পিছিয়েছে। আর ইফতেখার চৌধুরীর মতো একজন সিনিয়র পরিচালকের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। কারণ ইফতেখার চৌধুরী ছবিটি পরিচালনা করছেন না। তবে এই ছবির অ্যাডভাইজার হিসেবে তিনি শুরু থেকেই ছিলেন। এছাড়াও কলকাতায় ইফতেখার চৌধুরী আমার ও শাকিব খানের একটি দৃশ্যের ভিএফএক্স অংশের কাজ করছেন। তিনি ভিএফএক্স’র কাজ ভালো জানায় প্রযোজক বাইরে থেকে কাউকে না নিয়ে ইফতেখারকে দিয়েই কাজটি করাচ্ছেন।’

পরিচালক সমিতিতে অভিযোগের ব্যাপারে ববির ভাষ্য, ‘পরিচালক সমিতিতে অনেক গুণী মানুষ রয়েছেন। সমিতির মহাসচিব বদিউল আলম খোকন ভাই অনেক সিনিয়র একজন মানুষ। তারা সবাই যাচাই-বাছাইয়ের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নেবেন বলে আশা করছি।’

এম/পিআর

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রেমিকের কাছে মেয়েরা যে ৭ জিনিস প্রত্যাশা করেন
হঠাৎ গায়েব জোভান-মাহির ফ্যানপেজ
ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক
বিশ্বকাপে ওপেনিংয়ে রোহিতের সঙ্গী কোহলি!
X
Fresh