• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

ঈদে মুক্তি পাচ্ছে সাইমন-অধরার ‘মাতাল’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ জুলাই ২০১৮, ১৭:০৩

ড্যাশিং ডিরেক্টর শাহীন সুমন পরিচালিত ‘মাতাল’ ছবিটি আগামী ঈদ-উল-আজহায় মুক্তি পেতে যাচ্ছে। ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক ও নবাগত নায়িকা অধরা খান।

এরই মধ্যে ছবিটির শুটিং শেষ হয়েছে। বাকি আছে একটি রোমান্টিক গানের কাজ। শিগগিরই গানের শুটিং হবে জানিয়েছেন নির্মাতা।

সাইমন-অধরা ছাড়া আরও একটি জুটিকে দেখা যাবে এই সিনেমায়। তারা হলেন ‘দেশা দ্য লিডার’ খ্যাত শিপন ও লাক্স তারকা অরিন।

তারুণ্যনির্ভর গল্পের ছবিটি নিয়ে আশাবাদী পরিচালক শাহীন সুমন। তিনি আরটিভি অনলাইনকে বলেন, ‘আমার পরিচালিত অনেক ছবি ঈদে মুক্তি পেয়েছে। ছবিগুলো দর্শকরা পছন্দ করেছেন। ‘মাতাল’ ছবির গল্পটি আমার নিজের। সম্পূর্ণ মৌলিক গল্পের একটি ছবি। তারুণ্যকে প্রাধান্য দিয়ে ছবিটি নির্মাণ করেছি। আমার বিশ্বাস তরুণ প্রজন্মসহ প্রতিটি সিনেমাপ্রেমী মানুষ ছবিটি গ্রহণ করবেন।’

ছবির নাম ‘মাতাল’ কেন? জবাবে পরিচালক বলেন, ‘মাতাল’ নামটি শোনার পর অনেকেই আমাকে এই প্রশ্নটি করেছেন। আসলে এখানে ‘মাতাল’ একটি শব্দ ছাড়া আর কিছু নয়। ধরুন ‘মাতাল’ শব্দটি ভালোবাসার বহিঃপ্রকাশ। আর দর্শক সিনেমা হলে গিয়ে বাকি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

ছবিটির চিত্রনাট্য লিখেছেন ফেরদৌস হাসান রানা। প্রযোজনা করেছেন শরীফ চৌধুরী।

এম/পিআর

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৮ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
বিকেএসপির খেলোয়াড়দের স্বাস্থ্য বীমা দিবে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স
নান্দাইলে নারী শ্রমিককে কুপিয়ে হত্যা
তীব্র গরমে জনজীবনে দুর্ভোগ, বাড়ছে জ্বর-ডায়রিয়া
X
Fresh