• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কবে মুক্তি পাবে ‘আসমানী’?

এ এইচ মুরাদ

  ১৪ জুলাই ২০১৮, ১৪:৪৩
ছবি সংগৃহীত

এম সাখাওয়াৎ হোসেন পরিচালিত ‘আসমানী’ সিনেমাটি বিনা কর্তনে সেন্সর সনদ পেয়েছে। ঢালিউডের জনপ্রিয় নায়ক বাপ্পি চৌধুরী ও নবাগত নায়িকা সুস্মি রহমান জুটির এই সিনেমা ১২ জুলাই সেন্সর সনদ লাভ করে।

সিনেমাটির মুক্তির ব্যাপারে জানতে চাইলে পরিচালক এম সাখাওয়াৎ হোসেন আরটিভি অনলাইনকে বলেন, ‘মুক্তির বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। আগামী ঈদকে (ঈদ-উল-আজহা) টার্গেট করে একটা পরিকল্পনা আছে। ঈদে কোন কোন সিনেমা আসছে সবকিছু বুঝে শুনে একটা সিদ্ধান্তে আসবো। আমরা সিনেমাটির প্রচারণার জন্যও সময় রাখতে চাই। বড় আয়োজন করে সিনেমার গানগুলো রিলিজ ছাড়া প্রচারণায় নতুনত্ব থাকবে।’

--------------------------------------------------------
আরও পড়ুন : নজর কাড়লেন নেহা ধূপিয়া
--------------------------------------------------------

পরিচালক আরও বলেন, ‘বাপ্পি-সুস্মিকে জুটি করে সিনেমাটি নির্মাণ করেছি। সম্পূর্ণ দেশীয় গল্পের এই সিনেমায় অনেক গুণী শিল্পী অভিনয় করেছেন। সেন্সর বোর্ডের অনেকে ‘আসমানী’র প্রশংসা করেছেন। এটা আমাদের জন্য অনেক আনন্দের। দর্শকরা সিনেমাটি গ্রহণ করলে আমাদের সব পরিশ্রম সার্থক হবে।’

ছবির নায়ক বাপ্পি চৌধুরী আরটিভি অনলাইনকে বলেন, ‘আমি যে ধরনের সিনেমায় অভিনয় করি বা দর্শকরা আমাকে যে ধরনের সিনেমায় দেখে থাকেন। সেই জায়গা থেকে ‘আসমানী’ ভিন্ন ধারার। সুন্দর গল্পের একটি সিনেমা। আমার পছন্দের একটি কাজ। দর্শকদেরও ভালো লাগবে আশা করছি।’

‘আসমানী’র মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষেক হতে যাচ্ছে সুস্মি রহমানের। তিনি আরটিভি অনলাইনকে বলেন, ‘আমার প্রথম সিনেমা। এটি নিয়ে প্রত্যাশা অনেক। এই সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েছি। আমাকে কখনও গ্রামের সাধারণ মেয়ে, কখনও বয়স্কা মহিলা, কখনও আবার পতিতা বিভিন্ন চরিত্রে দেখা যাবে। আমার চরিত্রে অনেকগুলো শেড রয়েছে। কাজটি করার সময় অনেক কিছু শেখার সুযোগ হয়েছে। দর্শকরা সিনেমাটি পছন্দ করবেন আশা করি।’

সিনেমায় আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, অরুণা বিশ্বাস, শম্পা রেজা, জয়ন্ত চট্টোপাধ্যায়, সিরাজ হায়দার, শহীদ আলমগীরসহ অনেকে।

আরও পড়ুন :

এম/এসআর

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসলামকে শান্তির ধর্ম মনে করেন বাপ্পি চৌধুরী
X
Fresh