• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে মিলনের ‘চল যাই’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ জুলাই ২০১৮, ১৫:৪৪
ছবি: সংগৃহীত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী (১৫ আগস্ট) উপলক্ষে আগামী ১০ আগস্ট মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘চল যাই’।

মহান এই ব্যক্তিত্বের একটি উক্তিকে উপজীব্য করে নির্মিত ছবিটিতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও একঝাঁক তরুণ অভিনয়শিল্পী। এন ইনিশিয়েটিভ প্রযোজিত ছবিটির কনটেন্ট পার্টনার হিসেবে রয়েছে বাংলাঢোল।

অভিনেতা মিলন বলেন- ‘কয়েকজন তরুণ-তরুণীর দিশা খুঁজে পাওয়ার গল্প ‘চল যাই’। যে গল্পে নিবিড়ভাবে এসেছে মুক্তিযুদ্ধ, যে যুদ্ধের বাতিঘর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’

-----------------------------------------------------------------

আরও পড়ুন : আবারও আলোচনায় সালমান-ক্যাট

------------------------------------------------------------------

ছবিটিতে মিলন অভিনয় করেছেন গুরুত্বপূর্ণ এক চরিত্রে। তার মতে, এই চরিত্রটি দর্শককে ভাবাবে।’

খালিদ মাহবুব তূর্য্যর গল্প ও চিত্রনাট্যে ‘চল যাই’নির্মাণ করেছেন মাসুমা রহমান তানি। মিলনের পাশাপাশি এতে আরও অভিনয় করেছেন তাসনুভা তিশা, লুসি তৃপ্তি গোমেজ, হুমায়রা হিমু, সাব্বির হাসান, হৃতিকা ইসলাম, নাভিদ মুনতাসির, শিশুশিল্পী শরীফুলসহ আরও অনেকে।

নির্মাতা জানান, বড়পর্দায় মুক্তি প্রতীক্ষিত ‘চল যাই’-এর ফার্স্টলুক প্রকাশিত হয়েছে বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে।

পর্যায়ক্রমে আসবে ছবিটির ট্রেলার ও গান। এই ছবিটি দর্শকের মাঝে সাড়া জাগাবে বলে আশা করছেন নির্মাতা।

আরও পড়ুন :

হ্যাপি বার্থডে বয়ফ্রেন্ড: মাহি

পিআর/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh