• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আরটিভির নাটক ‘অসাধারণ’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ জুলাই ২০১৮, ১৫:২৮
ছবি: ‘অসাধারণ’ নাটকের দৃশ্যে জোভান ও স্পর্শিয়া।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহাদি হাসান জয়। মেধাবী, সুদর্শন এবং ভালো ছেলে। একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইভানা তারই প্রেমিকা। তাদের দুজনের প্রেম ও শিক্ষকতা দুটোই ভালো চলে।

এরই মধ্যে শহরে উত্থান ঘটে এক দুর্ধর্ষ কন্ট্রাক্ট কিলারের। দুম করে এসে জায়গা করে নেয় সে। প্রত্যেকটা কাজেই সে সফল এবং ছেড়ে যায় নিজের নিশান। কেউ তাকে চেনে না, জানে না, পূর্ববর্তী কোনও অপরাধের তথ্য নেই তার নামে।

পুলিশের নাকের ডগা দিয়ে বের হয়ে যায় প্রত্যেকবার। পরিচয়হীনতার জন্য নানান গুজব ছড়াতে থাকে। কেউ কেউ আবার তার নাম ব্যবহার করে স্বার্থসিদ্ধি শুরু করে। পুলিশ পড়ে আরও বিপাকে।

সবরকম ধরাছোঁয়ার বাইরে থেকে যায় খুনি। শেষ চেষ্টা চালায় পুলিশ ডিপার্টমেন্ট। কেসের ভার তুলে দেয় অভিজ্ঞ গোয়েন্দা আহমেদ ফিরোজের হাতে।

কেস সমাধানে এসে হাবুডুবু খেতে শুরু করে ফিরোজ। কিন্তু খুনির মতো তারও কোনও অসফলতার খতিয়ান নেই।

শেষ পর্যন্ত খুনিকে ধরার মোক্ষম পরিকল্পনা আঁটে ফিরোজ। কিন্তু কে সেই খুনি? এমন রহস্যের জাল বুনে তৈরি হয়েছে একক নাটক ‘অসাধারণ’।

মুগ্ধ রহমান ও নাজমুল ইসলাম-এর রচনায় নাটকটি নির্মাণ করেছেন শুভ রায়হান।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সজল, জোভান, অর্চিতা স্পর্শিয়া, লুৎফর রহমান জর্জ প্রমুখ। আরটিভিতে ৬ জুলাই, শুক্রবার রাত ৮টায় নাটকটি প্রচার করা হবে।

আরও পড়ুন :

পূর্ণিমার আড্ডায় আসিফ আকবর

শনিবারের নাটক ‘স্বপ্ন দহন’

পিআর/এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh