• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঈদের চতুর্থ দিনে আরটিভির আয়োজন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ জুন ২০১৮, ১৬:২২
ছবি: ‘ফুটবল ফারুক’ নাটকের দৃশ্য

বর্ণাঢ্য ঈদের অনুষ্ঠানমালা সাজিয়েছে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি। চাঁদরাত থেকেই শুরু হয়েছে বিশেষ অনুষ্ঠানমালার সম্প্রচার। ঈদের চতুর্থদিন আগামীকাল মঙ্গলবার (১৯ জুন) আরটিভিতে বিশেষ যা থাকছে, তার দিকে একটু চোখ বুলিয়ে নিন।

সকাল ১০টা ৫ মিনিটে প্রচার শুরু হবে সিসিমপুর (সরাসরি)। ১০টা ৪০মিনিটে প্রচার হবে বাংলা চলচ্চিত্র ‘তাণ্ডবলীলা’। এতে অভিনয় করেছেন মান্না, মৌসুমী প্রমুখ। ২টা ১০মিনিটে প্রচার হবে বাংলা চলচ্চিত্র ‘মা আমার স্বর্গ’। এতে অভিনয় করেছেন শাকিব খান, পূর্ণিমা, ববিতা, মিশা সওদাগর প্রমুখ।

বিকেল ৫টা ২০ মিনিটে প্রচার হবে বিশেষ শিশুদের অনুষ্ঠান ‘এলো খুশির ঈদ’। উপস্থাপনা ও পরিচালনা করেছেন সৈয়দা মুনিরা ইসলাম।

সন্ধ্যা ৬টায় প্রচার হবে ৭ পর্বের ধারাবাহিক ‘হাটফেল ফয়েজ’। বৃন্দাবন দাস রচিত নাটকটি পরিচালনা করেছেন মিলন ভট্টাচার্য্য। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, অপর্ণা ঘোষ, বৃন্দাবন দাস, শাহনাজ খুশী, মিলন ভট্টাচার্য্য, শাহীদ-উন-নবী প্রমুখ।

ঈদ উপলক্ষে আরটিভিতে চলছে সাতদিনব্যাপী ‘মোশাররফ উৎসব’। এতে মোশাররফ করিম অভিনীত নাটকগুলো প্রচার হচ্ছে। এই আয়োজনে সন্ধ্যা ৭টা ৫ মিনিটে প্রচার হবে একক নাটক ‘লক্ষ্মী ছেলে’।

দয়াল সাহা রচিত নাটকটি পরিচালনা করেছেন শামস্ করিম। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, আনিকা কবির শখ, রিফাত চৌধুরী, ঝুনা চৌধুরী প্রমুখ।

৭টা ৫৫ মিনিটে প্রচার হবে ৭ পর্বের ধারাবাহিক ‘ফুটবল ফারুক’। আকাশ রঞ্জনের কাহিনি অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন দয়াল সাহা ও আকাশ রঞ্জন। পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, অপর্ণা ঘোষ, সালহা খানম নাদিয়া, তৌসিফ মাহবুব, আরফান আহমেদ, আনন্দ খালেদ প্রমুখ।

রাত ৮টা ৩৫ মিনিটে প্রচার হবে একক নাটক ‘সুগন্ধি বোর্ডিং ও তুমি’। পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। নাট্যরূপ দিয়েছেন শাহজাহান সৌরভ। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা, আশিষ খন্দকার প্রমুখ।ৎ

৯টা ৪৫ মিনিটে প্রচার হবে ৭ পর্বের ধারাবাহিক ‘মাহিনের লাল ডায়েরি। রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, ফারুক আহমেদ, আ খ ম হাসান, সালহা খানম নাদিয়া, এ কে আজাদ, রোবেনা রেজা জুঁই প্রমুখ।

১০টায় প্রচার হবে লাক্স নিবেদিত একক নাটক ‘ইমোশনাল ফুল’।

পিআর/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh