• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আরটিভি’র শুক্রবারের নাটক ‘মন ভোলা মিজান’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ জুন ২০১৮, ১৬:০১
ছবি: নাটকের দৃশ্য

কোনও কিছু ভুলে যাওয়া যার নিত্যদিনের স্বাভাবিক ঘটনা, সেই মিজান মানতেই নারাজ যে ভুলে যাওয়া একটি রোগ। রীতিমতো সে মনে করে এটি ক্রিয়েটিভিটির বড় লক্ষণ। এই ভুলে যাবার কারণেই বারবার চাকরিচ্যুত হয় মিজান।

এদিকে প্রতিনিয়ত ভুলে যাওয়ার জন্য চিকিৎসকের সঙ্গে কথা বলতে বলে মিজানের বান্ধবী। কিন্তু মিজানের যুক্তি- আইনস্টাইনও ভুলে যেতেন। ভুলে যাওয়া যদি রোগই হয়, তাহলে পৃথিবীর সবচেয়ে বড় রোগী ছিলেন আইনস্টাইন। মিজানকে তার বান্ধবী চাকরির জন্য বড় ভাইয়ের সঙ্গে দেখা করতে বলে।

--------------------------------------------------------
আরও পড়ুন : ব্রাজিল সমর্থক জয়া, যাচ্ছেন রাশিয়া
--------------------------------------------------------

মিজান দেখা করতে যায়, জামা প্যান্ট ঠিকই পরে, কিন্তু মনের ভুলে জুতা না পরেই বড় ভাইয়ের সামনে হাজির হয়ে দেখে জুতো পরতে ভুলে গেছে।

অতঃপর আরও একটি অফিসে জোড় বিনয়ের মাধ্যমে চাকরি জুটলেও সেই চাকরি করতে গিয়ে বসের মেয়েকে স্কুল থেকে আনতে যাওয়া মিজান মনের ভুলে একটি চায়ের দেকানে রেখে চলে আসে ।

মিজান বসের বাচ্চাটিকে হারিয়ে ভীষণ বিপাকে পড়ে। জন্ম নেয় নানা রকম ঘটনার। এভাবেই হাস্যরসের ভেতর দিয়ে এগিয়ে যায় ‘মন ভোলা মিজান’ নাটকের গল্প। আরটিভি’র শুক্রবারের নাটক হিসেবে এটি প্রচার হবে ৮ জুন, রাত ৮টায়।

নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এতে অভিনয় করেছেন মীর সাব্বির, প্রভা, কচি খন্দকার প্রমুখ।

আরও পড়ুন :

পিআর/এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh