• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

শ্রীলেখার মৃত্যু গুজব

বিনোদন ডেস্ক

  ২৯ মে ২০১৮, ১৫:৩০

সেলিব্রেটিদের নিয়ে নানা রকমের গুজব সারাবিশ্বেই কম বেশি হয়ে থাকে। কিন্তু তারকাদের মৃত্যু নিয়ে গুজব কখনই কাম্য নয়। অথচ পুরো বিশ্বেই তারকাদের মৃত্যু নিয়ে গুজব প্রায়ই শোনা হয়।

নিজের ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছেন টালিউডের অভিনেত্রী শ্রীলেখা মিত্র। আর পোস্টটিতে লেখা, ‘সবাইকে কাঁদিয়ে চলে গেলেন নায়িকা শ্রীলেখা মিত্র’! আর সেখানে ‘RIP’ শব্দটি লিখতে ভোলেননি তিনি।

বিভ্রান্তির সূত্রপাত একটি ইউটিউব চ্যানেলের খবর ঘিরে। যেখানে শ্রীলেখার হাসপাতালে ভর্তি হওয়ার খবর এমনভাবে প্রকাশিত হয়েছে যা দেখলে অভিনেত্রীর ‘মৃত্যু সংবাদ’ বলেই মনে হওয়া স্বাভাবিক। আর তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে।

শ্রীলেখা বলেন, ‘এমন বাজে অভিজ্ঞতা আগে কখনও হয়নি। সকাল বেলায় চা খেতে খেতে নিজেরই মৃত্যুর খবর পড়েছি। যারা কখনও ফোন করেন না, তারাও ফোন করছেন। তার পরে কী বলবেন বুঝতে পারছেন না।’

২০১৩ সালের ‘আশ্চর্য প্রদীপ’ ছবির পর সেভাবে বড় পর্দায় দেখা যায়নি শ্রীলেখাকে। গত ২৫ মে মুক্তি পেয়েছে ‘রেনবো জেলি’। সেখানে তিনি ছোট্ট ঘোতনের ‘পরীপিসি’। অত্যাচারী মামার হাত থেকে বাঁচাতে যিনি এসেছেন ঘোতনের জীবনে।

আরও পড়ুন :

এম/পিআর

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলেখার শেষ বছর ২০২৪!
X
Fresh