• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

বিমানে বসে আপ্লুত প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক

  ২৫ মে ২০১৮, ১৫:৪০
ছবি: সংগৃহীত

চার দিনের সফর শেষ করে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ফিরে যাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু কক্সবাজারের স্মৃতি যেন তার পিছু ছাড়ছেই না। গতকালই সংবাদ সম্মেলনে প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, ‘কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের অভিজ্ঞতা তার জীবনকে বদলে দিয়েছে।’

আজ শুক্রবার দুপুরে ফ্লাইটে বসে যেন রোহিঙ্গা ক্যাম্পের স্মৃতিগুলোয় মনে করছেন। নিজের ফেসবুকে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘কক্সবাজার থেকে লস অ্যাঞ্জেলেস পর্যন্ত ফিরে আসার সাথে সাথে বুঝতে পারছি আমি কতটা সৌভাগ্যবান।’

রোহিঙ্গা ক্যাম্পের অভিজ্ঞতা উল্লেখ করে প্রিয়াঙ্কা বলেন, ‘আমি ইউনিসেফের রোহিঙ্গা রিফিউজি ক্যাম্পের ফিল্ড ট্রিপের দ্বারা খুবই উদ্বেলিত হয়েছি। শুধুমাত্র বেঁচে থাকার জন্য তাদের কী যুদ্ধ করতে হচ্ছে! এ ব্যাপারটির স্বাক্ষী হতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি।’

--------------------------------------------------------
আরও পড়ুন : আসিফ-জেমির ঈদ চমক ‘দুই দুবার’ (ভিডিও)
--------------------------------------------------------

নিজের ফেসবুক পেজে নিজের একটা ছবি পোস্ট করে কথাগুলোগুলো বলেন খ্যাতিমান বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তিনি তার ভক্তদের ইউনিসেফের ওয়েবসাইটের মাধ্যমে সারা পৃথিবীর নিপীড়িত শিশুদের জন্য কাজ করে যাওয়ার জন্য আহবানও জানান।

প্রিয়াঙ্কা চোপড়া গত শনিবার যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের রাজকীয় বিয়ের অনুষ্ঠানে অংশ নেন। এরপর সোমবার সকালে বাংলাদেশে আসেন। এদিন দুপুরেই ঢাকা থেকে কক্সবাজার যান।

কক্সবাজার সফরে শামলাপুর, লেদা, উনচিপ্রাং, জামতলী, বালুখালী, কুতুপালংয়ের রোহিঙ্গা শরণার্থী শিবির ও আশ্রয়কেন্দ্র এবং ইউনিসেফের সহায়তাপ্রাপ্ত শিক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।

কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনের পর গতকাল বৃহস্পতিবার ঢাকায় সংবাদ সম্মেলনে প্রিয়াঙ্কা বলেন, ‘রোহিঙ্গার বিষয়টি একটি রাজনৈতিক সমস্যা। আমি, আমরা তার সমাধান দিতে পারব না। কিন্তু আমরা এই উদ্বাস্তু মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারি। পুরো বিশ্ববাসীকে তাদের পাশে এসে দাঁড়ানো প্রয়োজন।’

আরও পড়ুন :

পিআর/এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শুটিং সেটে আহত প্রিয়াঙ্কা চোপড়া
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন সুইডেনের রাজকুমারী
রোহিঙ্গা ক্যাম্পে সুইডেনের রাজকন্যা
উখিয়ায় ক্যাম্প থেকে গুলিসহ গ্রেপ্তার ৫
X
Fresh