• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কান চলচ্চিত্র উৎসবে শ্রীদেবীকে স্মরণ

বিনোদন ডেস্ক

  ১৪ মে ২০১৮, ১৬:৫৩

বলিউডে প্রথম নারী সুপারস্টার শ্রীদেবীকে এবারের কান চলচ্চিত্র উৎসবের ৭১তম আসরে স্মরণ করা হবে।

আগামী ১৬ মে কান চলচ্চিত্র উৎসবে শ্রীদেবীকে স্মরণ করা হবে বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম। ১৬ মে সন্ধ্যায় লা ম্যাজেস্টিক বিচে আয়োজন করা হবে টাইটান রেগিনাল্ড এফ. লুইস ফিল্ম অনার্স শীর্ষক অনুষ্ঠানের। যেখানে চলতি বছরে বিশ্বব্যাপী প্রয়াত তারকাদের সঙ্গে স্মরণ করা হবে।

জানা গেছে, শ্রীদেবীর স্মরণে অনুষ্ঠানটিকে সাজানো হবে এই অভিনেত্রীর স্মৃতিচিহ্ন ও সেরা কাজগুলোর ফুটেজ দিয়ে।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শ্রীদেবীর স্বামী বনি কাপুর ও তার দুই মেয়ে জাহ্নবী কাপুর এবং খুশি কাপুর।

এদিকে সম্প্রতি শ্রীদেবীর মৃত্যুতে রহস্য রয়েছে এমন দাবি করে ভারতের সুপ্রিম কোর্টে আবেদন করেন পরিচালক সুনীল সিং।

নতুনভাবে তদন্তের দাবিতে সুনীলের প্রশ্ন ছিল, শ্রীদেবীর উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি। আর বাথটাবটি ছিল ৫ ফুটের। তাহলে কীভাবে বাথটাবে ডুবে মৃত্যু হতে পারে তার?

শ্রীদেবীর নামে ২৪০ কোটি টাকার একটা ইন্সুরেন্স ছিল, যে টাকাটা কিনা তিনি একমাত্র দুবাইতে মারা গেলেই তার পরিবার পেতে পারতো। আর শ্রীদেবী দুবাইতেই মারা গিয়েছেন। তাই অভিনেত্রীর মৃত্যুতে রহস্য রয়েই যাচ্ছে। সেইসঙ্গে পরিচালক সুনীল সিং দাবি করেছিলেন, তিনি তার আইনি পরামর্শদাতার সঙ্গে দুবাইয়ের ওই হোটেলে গিয়ে অভিনেত্রীর মৃত্যুতে একাধিক অসঙ্গতি পেয়েছেন। তবে সেই আবেদন খারিজ করে দিয়েছেন দেশটির শীর্ষ আদালত।

এম/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কান উৎসবে বিচারক হয়ে যাচ্ছেন ঢাকার ঋতি
ইতিহাস গড়লো সৌদি আরবের সিনেমা
শ্রীদেবীর মৃত্যু নিয়ে মোদির ভুয়া চিঠি প্রকাশ করে বিপাকে ইউটিউবার
X
Fresh