• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

যৌন নিপীড়নের অভিযোগে অস্কার কমিটি থেকে বহিষ্কার

বিনোদন ডেস্ক

  ০৪ মে ২০১৮, ১৩:০৪
ছবি : সংগৃহীত

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক আসর অস্কার। এবার যৌন নিপীড়নের অভিযোগে অস্কার কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে দুই সদস্যকে।

যুক্তরাষ্ট্রের অভিনেতা বিল কসবি ও বিশ্ববিখ্যাত চলচ্চিত্র নির্মাতা রোমান পোলানস্কিকে বহিষ্কার করেছে ইউএস একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।

গত মাসে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত হয়েছেন কসবি। অন্যদিকে পোলানস্কি ১৯৭৭ সালে ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করেছিলেন বলে স্বীকার করেছেন।

‘দ্য পিয়ানিস্ট’ চলচ্চিত্রের জন্য ২০০৩ সালে অস্কারে সেরা নির্মাতার পুরস্কার জিতেছিলেন পোলানস্কি। অস্কার কমিটিতে ভোটাভুটির পর বোর্ড সদস্যরা কসবি ও পোলানস্কিকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন বলে অ্যাকাডেমির বিবৃতিতে জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সংস্থার আচরণবিধির সঙ্গে না যাওয়ায় বিল কসবি ও রোমান পোলানস্কির সদস্যপদ বাতিলে ভোট দিয়েছে বোর্ড।

অস্কার একাডেমির ৯১ বছরের ইতিহাসে এখন পর্যন্ত মাত্র চারজনকে বহিষ্কার করা হয়েছে। গত বছর যৌন নিপীড়নের অভিযোগে প্রযোজক হার্ভে উইনস্টেইনকে বহিষ্কার করে অস্কার একাডেমি।

২০০৪ সালে প্রথম অভিনেতা কারমাইন কারিডির সদস্যপদ প্রত্যাহার করে একাডেমি। গোপন ফিল্ম প্রিভিউ ভিডিও এক বন্ধুর কাছে পাঠানোর পর তা অনলাইনে ছড়িয়ে পড়লে তাকে বহিষ্কার করা হয়।

পিআর/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অস্কার আসরে তালি দিয়ে ভাইরাল অভিনেতা কুকুর
যাদের হাতে উঠল ৯৬তম অস্কার পুরস্কার
অস্কারের মঞ্চে নগ্ন জন সিনা!
অস্কার জিতে নিলো ‘ওপেনহাইমার’
X
Fresh