• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

কাবালি মুক্তির দিন বন্ধ থাকবে অনেক প্রতিষ্ঠান

মাজহার খন্দকার

  ২০ জুলাই ২০১৬, ১২:৫৮

রজনীকান্তের ছবি বলে কথা! ছবিতে তিনি যেমন অসম্ভবকে সম্ভব করেন, তেমনি বাস্তবেও তাঁর এই ক্ষমতা রয়েছে। ভারতের দক্ষিণে প্রদেশগুলোতে রজনীকান্ত বলতেই মানুষ পাগল!

আগামী ২২ জুলাই মুক্তি পাবে রজনীকান্তের নতুন ছবি ‘কাবালি’। আর এই ছবির মুক্তি উপলক্ষে চেন্নাইয়ের বেশ কিছু প্রতিষ্ঠানে ওই দিন ছুটি ঘোষণা করা হয়েছে।

সোমবার থেকেই বিভিন্ন প্রতিষ্ঠানে গুজব ছড়িয়ে পড়ে, কর্মীরা গণহারে শুক্রবার অসুস্থতাজনিত ছুটি নেবেন। আর যদি ছুটি নিতে সমস্যা হয়, তাহলে তাঁরা ফোন বন্ধ করে গায়েব হয়ে যাবেন। অবশ্য গায়েব ঠিক হবেন না, কারণ তাদের সবার পরিকল্পনা হচ্ছে প্রিয় তারকা রজনীকান্তের নতুন ছবিটি হলে বসে প্রথম শো দেখা। সে জন্যই এতসব আয়োজন।

আর ব্যাপারটা কর্তৃপক্ষ বুঝতে পেরে সবাইকেই ছুটি দিয়ে দিয়েছে একদিনের জন্য। এ খবর জানিয়েছে ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমস।

এরই মধ্যে যেসব প্রতিষ্ঠান ২২ তারিখ ছুটি ঘোষণা করেছে, তাদের মধ্যে রয়েছে ব্যাঙ্গালুরুভিত্তিক ওপাস ওয়াটারপ্রুফিং এবং চেন্নাইভিত্তিক ফাইনদাস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড।

হিন্দুস্তান টাইমসকে ওপাস ওয়াটারপ্রুফিংয়ের মুখপাত্র মনোজ পুষ্পরাজ বলেন, ‘এটা প্রতিষ্ঠানের একদমই নিজস্ব সিদ্ধান্ত। আমি আমাদের কর্মীদের আগ্রহটা বুঝতে পারছি। তাই একদিনে সবাই অফিসে অনুপস্থিত থাকা বা সবার ফোন বন্ধ থাকার মতো বিব্রতকর পরিস্থিতি আমরা এড়াতে চেয়েছি। সে কারণেই ২২ তারিখে আমরা ছুটি ঘোষণা করেছি, যাতে সবাই দিনটি নিশ্চিন্তে উদযাপন করতে পারেন। এটা কর্মীদের প্রণোদনা বাড়াবে। দিওয়ালি বোনাসের মতো এটাও কাবালি বোনাস।’

‘কাবালি’ ছবিতে নামভূমিকায় অভিনয় করেছেন রজনীকান্ত। তাঁর বিপরীতে রয়েছেন রাধিকা আপ্তে। তামিল ভাষায় নির্মিত ছবিটি পরিচালনা করেছেন প. রঞ্জিত।

গত বছরের ২১ আগস্ট চেন্নাইয়ে ছবিটির শুটিং শুরু হয়েছিল। ভারতের বাইরে মালয়েশিয়া, ব্যাংকক ও হংকংয়ে ছবিটির দৃশ্যধারণ করা হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh