• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নাট্যশালায় আজ সন্ধ্যায় ‘দ্য অ্যালকেমিস্ট’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ মে ২০১৮, ১২:৩৪
ছবি: ‘দ্য অ্যালকেমিস্ট’ নাটকের দৃশ্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ মঞ্চে এনেছে নতুন নাটক ‘দ্য অ্যালকেমিস্ট’। পাওলো কোয়েলহো এর উপন্যাস অবলম্বনে নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন বিভাগের শিক্ষক রেজা আরিফ।

গত ২১ এপ্রিল সন্ধ্যায় নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়। প্রথম প্রদর্শনীতে দর্শকের উপচেপড়া ভিড় দেখা গেছে। অনেকেই টিকেট না পেয়ে ফিরে গেছেন।

আজ বুধবার (২ মে) সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাটকটি আবারও মঞ্চস্থ হবে।

নাটকের নির্দেশক রেজা আরিফ বলেন, ‘এটি জাবি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা প্রযোজনা হিসেবে কিছুদিন আগে মঞ্চস্থ হয়েছে। এরপর গত ২১ এপ্রিল ঢাকায় নাটকটির উদ্বোধনী প্রদর্শনীতে দর্শকের আগ্রহ আমাদের অনুপাণিত করেছে। আমরা আবারও নাটকটি মঞ্চায়ন করছি।’

নাটকটিতে অভিনয় করবেন- মুজিব, শতাব্দী, নোমান, তাথৈ, রাকিব, আবির, দোলা, উচ্ছাস, সেতু, সাথী, রাসেল, মিরাজ, নিশাত, নিক্সন, নিশু, ইশিকাসহ অনেকে।

পিআর/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh