• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নারী হয়ে জন্মানোই বড় পুরস্কার: সুস্মিতা সেন

বিনোদন ডেস্ক

  ৩০ এপ্রিল ২০১৮, ১৩:২৩
ছবি : সংগৃহীত

বলিউড এসেছিলেন নজরকাড়া গ্ল্যামার নিয়ে। অভিনয় নৈপুণ্যে দীর্ঘ সময় তারকাখ্যাতি ধরে রেখেছেন সুস্মিতা সেন। অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছেন অভিনয় গুনে। এবার ‘আই অ্যাম উইম্যান ২০১৮’পুরস্কারে ভূষিত হলেন তিনি।

‘নারী হয়ে জন্মের সৌভাগ্য লাভ করাটাই একটা বড় পুরস্কার। ‘আই অ্যাম উইম্যান ২০১৮’পুরস্কারে ভূষিত হয়ে এ কথা বললেন সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন।’

নারীদের ওপর নিগ্রহের ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে সুস্মিতা বলেন, তিনি এই সব ইস্যুতে কথা বলা বন্ধ করে দিয়েছেন। কারণ একটা জায়গা পর্যন্ত এ নিয়ে কথা বলা হয়, বিরোধিতা করা হয়। কিন্তু সঠিক কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায় না। তখন অত্যন্ত অস্বস্তি হয়।

তিনি বলেন, আমাদের দেশসহ বিশ্বের সর্বত্র অন্যায় ও অনুচিত ঘটনা ঘটছে। এটা অত্যন্ত দুঃখের। দুটো কাজ করা যেতে পারে। এক, দুঃখ প্রকাশ করে গোটা ঘটনা ভুলে যাওয়া এবং নিজে কোনো উদাহরণ তৈরি করে মানুষকে প্রেরণা দেয়

আরও পড়ুন : ‘যদি একদিন’ সিনেমার বৃষ্টিভেজা শুটিং

সুস্মিতা মনে করেন, এই দেশে এমন পুরুষ আছেন যারা নারীদের সাহায্য করেন, সহায়তা করেন। অপরাধীদের কথা বারবার তুলে না ধরে এদের ব্যাপারে বেশি করে জানানো উচিত। তা সঠিক পদক্ষেপ হবে।

আরও পড়ুন :

পিআর/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিয়ের প্রস্তুতি নিচ্ছেন সুস্মিতা সেন
মাইনাস ১ ডিগ্রি তাপমাত্রায় সুস্মিতার কাণ্ড (ভিডিও)
X
Fresh