• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ইউটিউবে ‘আরটিভি ড্রামা’র সাবস্ক্রাইব ৭ লাখ ছাড়িয়ে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ এপ্রিল ২০১৮, ২২:১৮

দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির ইউটিউব চ্যানেল ‘আরটিভি ড্রামা’র সাবস্ক্রাইবার সাত লাখ ছাড়িয়েছে। বাংলাদেশে এই প্রথম নাটক নিয়ে কোনো ইউটিউব চ্যানেল সাত লাখ সাবস্ক্রাইবার ছাড়িয়েছে।

এ উপলক্ষে আজ(রোববার) রাজধানীর কারওয়ান বাজারে বেঙ্গল মিডিয়া করপোরেশনের চ্যানেল আরটিভির কার্যালয়ে তা কেক কেটে উদযাপন করে আরটিভি পরিবার।

আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান কেক কাটেন এবং ইউটিউব দর্শকদের কাছে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান। এ দেশের নাটককে বিশ্বের কাছে তুলে ধরতে আরটিভির এমন বিকাশ অব্যাহত থাকবে বলেও জানান চ্যানেলটির প্রধান নির্বাহী কর্মকর্তা।

--------------------------------------------------------
আরও পড়ুন : রেসিপি পাঠিয়ে জিতুন প্রাণ প্রিমিয়াম ঘি’র ৫০ হাজার টাকার পুরস্কার
------------------------------------------------------

আরটিভিতে প্রচারিত নাটক দর্শকের কাছে সবসময়ই জনপ্রিয়। এ নাটকগুলো Rtv Drama YouTube Channel এর মাধ্যমে দর্শকরা যেকোনো সময় দেখতে পান।

বর্তমানে ইউটিউব ডট কম স্লাস আরটিভি ড্রামা চ্যানেলটির মাসিক ভিউয়ার প্রায় দেড় কোটি। আর ড্রামা চ্যানেলটিতে মাসে সাড়ে দশ কোটি মিনিটের উপরে ভিডিও দেখা হয়।

এছাড়া আরটিভি অনলাইনের মাধ্যমে সব খবর পাঠকরা তাৎক্ষণিক পেয়ে থাকেন। ফেসবুকেও রয়েছে আরটিভির এক কোটি ১১ লাখেরও বেশি ফ্যান।

এছাড়া Rtv entertainment, Rtv musicসহ আরও বেশকিছু ইউটিউব চ্যানেল রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন আরটিভির মানবসম্পদ ও প্রশাসন বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মাসুদুল আমিন, অনুষ্ঠান বিভাগের প্রধান দেওয়ান শামসুর রকিব, বার্তা বিভাগের ডেপুটি হেড অব নিউজ মামুনুর রহমান খান, এজিএম সেলস অ্যান্ড মার্কেটিং মোজাম্মেল হোসেন, ডিএসএম ম্যানেজার মো. আবু নাসিমসহ আরও অনেকে।

আরও পড়ুন :

জেএইচ/সি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরটিভিতে আজ যা দেখবেন
আরটিভিতে আজ যা দেখবেন
ঈদের সপ্তম দিন আরটিভিতে যা দেখবেন
ঈদের ষষ্ঠ দিন আরটিভিতে যা দেখবেন
X
Fresh